Breaking



Friday 8 July 2022

ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা | ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল

ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা | ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল || Eighth Schedule to the Constitution of India in Bengali

ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা | ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল
ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা | ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের অষ্টম তফসিল তথা ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ও কি কি এবং এই ভাষা সম্পর্কিত কিছু বিশেষ তথ্য আলোচনা করলাম। যার মাধ্যমে তোমরা ভারতীয় সংবিধানের এই টপিকটি সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে।

■ ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলঃ
ভারতের মূল সংবিধানে ৮টি তফসিল থাকলেও, বর্তমানে ভারতীয় সংবিধানের মোট তফসিল সংখ্যা ১২টি, আর সেগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ তফসিল হল অষ্টম তফসিল। ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে আঞ্চলিক ভাষার বিষয়টি আলোচিত হয়েছে। আর এখন বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভাষা ২২টি

■ সংবিধান স্বীকৃত ২২টি ভাষা হলঃ
  1. আসামি
  2. বাংলা
  3. গুজরাটি
  4. হিন্দি
  5. কন্নড়
  6. কাশ্মীরি
  7. কোঙ্কনী
  8. মালয়ালম
  9. মণিপুরী
  10. মারাঠি
  11. নেপালি
  12. ওড়িয়া
  13. পাঞ্জাবি
  14. সংস্কৃত
  15. সিন্ধি
  16. তামিল
  17. তেলুগু
  18. উর্দু
  19. বোডো
  20. সাঁওতালি
  21. মৈথিলী
  22. ডোগরি

■ বিশেষ তথ্যঃ
  • মূল সংবিধানে ১৪টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
  • ২১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৬৭ সালে সিন্ধি ভাষাটি সংযোজিত হয়।
  • ৭১তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ১৯৯২ সালে কোঙ্কনী, মণিপুরীনেপালি ভাষা সংযুক্ত হয়।
  • ৯২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ২০০৩ সালে বোডো, সাঁওতালি, মৈথিলীডোগরি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।
  • ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই।

No comments:

Post a Comment