ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য PDF | Fundamental Duties in Bengali PDF
![]() |
মৌলিক কর্তব্য | ভারতীয় সংবিধান |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করলাম। যেটির মাধ্যমে তোমরা ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য কয়টি ও কি কি সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা গঠন করতে পারবে।
সুতরাং দেরী না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং নীচের দিকে এটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
মৌলিক কর্তব্য কয়টি ও কি কি
স্বরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক দায়িত্ব বা কর্তব্যের ধারণাটি অন্তর্ভুক্ত করা হয় ভারতীয় সংবিধানে। সংবিধানের ৫১A ধারায় মৌলিক কর্তব্যের বিষয়টি বর্ণিত আছে। সর্বপ্রথমে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল ১০টি, পরবর্তীতে ২০০২ সালে ৮৬ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যকে এই তালিকায় যোগ করা হয়। অর্থাৎ বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা ১১টি। এই মৌলিক দায়িত্ব বা কর্তব্যগুলি হল নন জাস্টিসিয়েবল (Non justiciable) অর্থাৎ এগুলি পালন না করা আইনত দণ্ডনীয় অপরাধ নয়।
ভারতীয় নাগরিকদের ১১টি মৌলিক কর্তব্য হলঃ
■ সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত এবং প্রতিষ্ঠান সমূহের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা;
■ যে সকল মহান আদর্শ জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল, সেই সকল মহান আদর্শের প্রতি আনুগত্য প্রকাশ ও অনুসরণ করা;
■ ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করা;
■ দেশকে রক্ষা করা এবং জাতীয় সেবায় আহ্বান করা হলে যোগদান করা;
■ ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত বা শ্রেণিগত বিভেদের উর্দ্ধে উঠে সকলের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রসার ঘটানো এবং নারী জাতির প্রতি মর্যাদা হানিকর প্রথা ও কার্যাবলী পরিত্যাগ করা;
■ আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করা;
■ পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতন মনোভাব সৃষ্টি;
■ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতাবোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের সম্প্রসারণ করা;
■ জাতীয় সম্পত্তির রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করা;
■ দেশের কর্মপ্রচেষ্টা ও সাফল্যকে উচ্চতর পর্যায়ে উন্নীত করার জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কাজের উৎকর্ষবিধান;
■ ৬ থেকে ১৪ বছর বয়সের প্রত্যকে শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করা।
মৌলিক কর্তব্য PDF টির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Fundamental Duties
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
Important Questions ::
■ ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কয়টি ?
Ans: ১১টি।
■ ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
Ans: সোভিয়েত রাশিয়া।
■ মৌলিক কর্তব্যের ধারণাটি কত নম্বর ধারায় বর্ণিত আছে ?
Ans: ৫১A ধারায়।
■ কোন সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
Ans: ১৯৭৬ সালে।
■ কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয় ?
Ans: স্বরণ সিং কমিটি।
■ কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় ?
Ans: ১৯৭৬ সালে ৪২ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে।
No comments:
Post a Comment