ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র তালিকা PDF | Space Research Centers in India
![]() |
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার নাম ও সেটি কোথায় অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
তাই আর দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফটি সংগ্রহ করে নাও।
ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র
গবেষণা কেন্দ্র | অবস্থান |
---|---|
ISRO স্যাটেলাইট সেন্টার | বেঙ্গালুরু |
স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার | আহমেদাবাদ |
বিক্রম সারাভাই স্পেস সেন্টার | তিরুবনন্তপুরম |
ডেভলপমেনন্ট অ্যান্ড এডুকেশনাল কমিউনিকেশন ইউনিট | আহমেদাবাদ |
মাস্টার কন্ট্রোল ফেসিলিটি | কর্ণাটক |
ইসরোইনার শিয়াল সিস্টেম ইউনিট | তিরুবনন্তপুরম |
ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক | বেঙ্গালুরু |
সতীশ ধাওয়ান স্পেস সেন্টার | শ্রীহরিকোটা |
লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার | তিরুবনন্তপুরম |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : Space Research Centers in India
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment