ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম PDF | Real Name of Historical Personalities
![]() |
ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম PDF |
কলম ✏
প্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ঐতিহাসিক ব্যক্তিত্ব ও তাঁদের আসল নামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
ঐতিহাসিক ব্যক্তিদের আসল নাম
ঐতিহাসিক ব্যক্তিত্ব | আসল নাম |
---|---|
তিতুমীর | মীর নিসার আলী |
নূরজাহান | মেহেরুউন্নিসা |
শাহজাহান | খুররম |
সিকন্দর লোদী | নিজাম খাঁ |
তাঁতিয়া তোপী | রামচন্দ্র পান্ডুরঙ্গ |
গিয়াসউদ্দিন বলবন | উলুঘ খাঁ |
গিয়াসউদ্দিন তুঘলক | গাজি মালিক |
মহম্মদ ঘোরি | মুইজউদ্দিন |
চেঙ্গিস খাঁ | তেমুচিন |
শেরশাহ | ফরিদ খাঁ |
নানাসাহেব | ধন্দু পান্ত |
আলাউদ্দিন খিলজি | আলি গুরশাম্প |
আহম্মদ খান আবদালী | আহম্মদ শাহ দুরানি |
আকবর | জালালউদ্দিন মহম্মদ আকবর |
জাহাঙ্গীর | নূরউদ্দিন মহম্মদ সেলিম |
বাবর | জাহিরুদ্দিন মহম্মদ |
ফিরোজ শাহ তুঘলক | ফিরোজ বিন রজ্জব |
চানক্য বা কৌটিল্য | বিষ্ণু গুপ্ত |
মহম্মদ বিন তুঘলক | জুনা খাঁ |
হুসেন শাহ | সৈয়দ হুসেন |
মুর্শিদকুলি খাঁ | মহম্মদ হাদি |
সিরাজ-উদদৌলা | মির্জা মহম্মদ |
মমতাজ | আর্জুমন্দ বানু বেগম |
আমির খসরু | আবুল হাসান জমিনউদ্দিন খসরু |
ইবন বতুতা | আবদুল্লাহ মহম্মদ ইবন বতুতা |
বুগরা খাঁ | নাসিরউদ্দিন মামুদ |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : Real Name of Historical Personalities
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment