Breaking







Saturday, 11 June 2022

বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম PDF | উপন্যাস ও চরিত্র

বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম PDF | Characters Name of Bengali Novels

বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম PDF | উপন্যাস ও চরিত্র
বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
বিভিন্ন চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্র লক্ষ্য করলে অভয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ?, বিপ্রদাস কোন উপন্যাসের চরিত্র ?, তিলোত্তমা কোন উপন্যাসের চরিত্র ?, বিমলা কোন উপন্যাসের চরিত্র ?, কুমুদিনী কোন উপন্যাসের নায়িকা ? -এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। আর তাই আজকের পোস্টে বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম তালিকা PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে বিভিন্ন উপন্যাস, তার রচয়িতা এবং সেই উপন্যাসের প্রধান চরিত্রের নামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও এবং অফলাইনে পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

উপন্যাস ও চরিত্রের নাম

উপন্যাস রচয়িতা চরিত্র
গোরা রবীন্দ্রনাথ ঠাকুর গৌরমোহন, সুচরিতা, কৃষ্ণদয়াল, বিনয়, ললিতা, আনন্দময়ী, পরেশ
চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর বিনোদিনী, বিহারী, মহেন্দ্র, আশা, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা
চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শঙ্কর, ডিয়েগো আলভারেজ, তিরুমল
আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কল্যাণী, মহেন্দ্র, ভবানী, পাঠক
দেনা পাওনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবানন্দ চৌধুরী, এককড়ি, নির্মল, ষোড়শী
আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যচরণ, পাটোয়ারী, যুগলপ্রসাদ
কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নবকুমার, পদ্মাবতী, কপালকুণ্ডলা
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অমিত, লাবণ্য, শোভনলাল, নিবারণ চক্রবর্তী
পদ্মানদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় কুবের মাঝি, হোসেন মিয়া, রাসু, কপিলা, হেরম্ব, মালতী
দাদার কীর্তি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কেদারনাথ চট্টোপাধ্যায়, অমূল্য-বীণা, সরস্বতী
ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়র ডানকান, ম্যাকবেথ, ব্যাঙ্কো লেডি ম্যাকবেথ
রসময়ীর রসিকতা প্রভাতকুমার মুখোপাধ্যায় রসময়ী
মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুর নীরজা, রমেন, আদিত্য, সরলা
পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গা, সর্বজয়া, অপু, হরিহর, ইন্দিরা ঠাকরুণ
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দ্র, শ্রীকান্ত, অভয়া, বৈষ্ণবী
দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাস, ভুবন, চৌধুরী, চুনীলাল-পার্বতী, চন্দ্রমুখী
রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চঞ্চলকুমারী, নির্মলকুমারী, মোবারক, রাজসিংহ, মানিকলাল
ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর নিখিলেশ, বিমলা, সন্দীপ
বড়দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুরেন্দ্রনাথ, পীতাম্বর, রাজেন্দ্র-বিরাজ, সুন্দরী, পুঁটি
কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গোবিন্দলাল, ভ্রমর, রোহিণী
দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিলোত্তমা, আয়েশা
বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কুন্দনন্দিনী, সূর্যমুখী, নগেন্দ্রনাথ
অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপূর্ব রায়, অপর্ণা, কাজল
পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপূর্ব, তেওয়ারী, সুমিত্রা, নবতারা
শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আশুতোষ, অবিনাশ, শিবনাথ, অজিত, সতীশ
বউ ঠাকুরাণীর হাট রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত রায়, প্রতাপাদিত্য, বিভা, সুরমা, উদয়াদিত্য
যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর কুমুদিনী, মধুসূদন, শ্যামাসুন্দরী, বিপ্রদাস, নবীন
নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর কমলা, রমেশ, হেমনলিনী, শৈলজা, অন্নদা
দুইবোন রবীন্দ্রনাথ ঠাকুর শর্মিলা, ঊর্মিমালা, নীরদ, শশাঙ্ক
জননী মানিক বন্দ্যোপাধ্যায় শীতল, বকুল, কমল, রাখাল-শ্যামা, মন্দাকিনী
বিষের ধোঁয়া শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অনুপম, কিশোর, দীনবন্ধু-সুহাসিনী, করবী

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment