Breaking







Friday, 10 June 2022

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২ | WB HS Result 2022

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২ | WB HS Result 2022

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২ | WB HS Result 2022
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ১০ই জুন শুক্রবার সকাল ১১টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ১২ টা থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবে।

WB HS Result 2022
Board Name West Bengal Council of Higher Secondary Education
Result Date 10th June 2022
Official Website Click Here
Result Website Click Here

■ কিভাবে রেজাল্ট দেখবে - 

● Step - 01 : নীচে উপরে Result Website এর ঘরে যে Click Here বাটনটি আছে, ওটাতে ক্লিক করো।

● Step - 02 : তারপর দেখবে একটা নতুন পেজ ওপেন হবে, সেখানে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি সঠিকভাবে প্রদান করো।

● Step - 03 : তারপর Submit বাটনে ক্লিক করো। তাহলেই দেখবে রেজাল্ট চলে এসেছে, আর সেটাকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো।

■ এছাড়াও তোমরা যদি SMS এর মাধ্যমে রেজাল্ট দেখতে চাও তাহলে মোবাইলের SMS সেকশনে WB12 <space> Registration Number টাইপ করে 56070/56263/5676750 এই নম্বরগুলির যেকোনো একটিতে সেন্ট করে দিলে রেজাল্ট চলে আসবে।

No comments:

Post a Comment