Breaking



Wednesday 15 May 2024

বিকাশ ভবন স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি

বিকাশ ভবন স্কলারশিপ 2024 সম্পর্কিত বিস্তারিত আলোচনা | Bikash Bhavan Scholarship 2024 Details in Bengali

বিকাশ ভবন স্কলারশিপ 2024 সম্পর্কিত বিস্তারিত আলোচনা | Bikash Bhavan Scholarship 2024 Details in Bengali
বিকাশ ভবন স্কলারশিপ 2024 | যোগ্যতা, প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন পদ্ধতি
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিকাশ ভবন স্কলারশিপ 2024 যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। যেটির মধ্যে এই স্কলারশিপের জন্য কারা কারা আবেদন করতে, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কীভাবে আবেদন করবে, এই স্কলারশিপের টাকার পরিমাণ কত প্রভৃতি সমস্ত কিছু উল্লেখ করা আছে।

Swami Vivekananda Merit-cum-Means Scholarship Details in Bengali ::

■ স্কলারশিপের নামঃ 
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ।

■ বিকাশ ভবন স্কলারশিপঃ
পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা বিভাগের তরফ থেকে প্রতি বছর মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।  

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের যোগ্যতাঃ
  • ছাত্রছাত্রীদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বাৎসরিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার কম হতে হবে।
  • সেসকল ছাত্রছাত্রীরা নবান্ন বা অন্য কোন সরকারী স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। 

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য ন্যূনতম যে নম্বর থাকতে হয়ঃ

  • বর্তমান কোর্স - উচ্চ মাধ্যমিক
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৬০%

  • বর্তমান কোর্স - স্নাতক স্তর (কলা/বাণিজ্য/বিজ্ঞান/ অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স)
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৬০% 

  • বর্তমান কোর্স - স্নাতকোত্তর স্তর (কলা/বাণিজ্য/বিজ্ঞান/পেশাদারি কোর্স)
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৫৩% নম্বর

  • বর্তমান কোর্স - পলিটেকনিক
  • শেষ কোয়ালিফায়িং পরীক্ষার নম্বর - ৬০%

  • বর্তমান কোর্স - স্নাতক স্তর  (মেডিক্যাল ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্স
  • ন্যূনতম নম্বর - ৬০%

■ বিকাশ ভবন স্কলারশিপের টাকার পরিমাণঃ
কোর্স অনুযায়ী এই স্কলারশিপের টাকার পরিমাণ নির্ভর করে। নীচে কোর্স অনুযায়ী তা দেওয়া হল - 

  • কোর্স - উচ্চ মাধ্যমিক
  • মাসিক হার - ১০০০ টাকা

  • কোর্স - স্নাতক স্তর (কলা/বাণিজ্য)
  • মাসিক হার - ১০০০ টাকা

  • কোর্স - স্নাতক স্তর (বিজ্ঞান/ অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্স)
  • মাসিক হার - ১৫০০ টাকা

  • কোর্স - স্নাতকোত্তর স্তর (কলা/বাণিজ্য)
  • মাসিক হার - ২০০০ টাকা

  • কোর্স - স্নাতকোত্তর স্তর (বিজ্ঞান/পেশাদারি কোর্স)
  • মাসিক হার - ২৫০০ টাকা

  • কোর্স - পলিটেকনিক
  • মাসিক হার - ১৫০০ টাকা

  • কোর্স - স্নাতক স্তর (মেডিক্যাল ডিগ্রি) এবং ডিপ্লোমা কোর্স
  • মাসিক হার - ৫০০০ এবং ১৫০০ টাকা যথাক্রমে

■ প্রয়োজনীয় ডকুমেন্টঃ
বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের জন্য যে সকল ডকুমেন্ট বা কাজগপত্র লাগে, সেগুলি নীচে দেওয়া হল -
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট,
  • শেষ বোর্ড/কাউন্সিল/কলেজ/বিশ্ববিদ্যালয় পরীক্ষার মার্কশিট,
  • পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও/বিডিও (গ্রামীণ এলাকায়)/এক্সিকিউটিভ অফিসার (মিউনিসিপ্যালিটি)/ডেপুটি কমিশনার (কর্পোরেশন)/গ্রুপ - A গেজেটেড অফিসারদের দ্বারা প্রদত্ত (কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) হতে হবে,
  • বসবাসের সার্টিফিকেট হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড/ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত শংসাপত্র,
  • ব্যাঙ্কের পাশ বুকের প্রথম পাতার স্ক্যান কপি,
  • ভর্তি রশিদ

উপরে উল্লেখিত ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হয়। 

■ আবেদন পদ্ধতিঃ
এই স্কলারশিপ পদ্ধতিটি একটি অনলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে এই স্কলারশিপের জন্য আবেদন করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে (svmcm.wbhed.gov.in) ভিজিট করে তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। নীচে ইউজার ম্যানুয়েল নামে একটি পিডিএফ দেওয়া আছে, তাতে এই স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবে তা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। 

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের শুরুর তারিখঃ নভেম্বর মাস থেকে

■ বিকাশ ভবন স্কলারশিপে আবেদনের শেষ তারিখঃ পরের বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত

■ বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বরঃ 18001028014

■ বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডিঃ helpdesk.svmcmwb@gov.in

■ User Manual (Online Application Process) : Download

■ Official Website : Visit Now

*** এছাড়াও এই স্কলারশিপ সম্বন্ধে আরো যদি কিছু জানার থাকে, নীচের কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানাও।


1 comment:

  1. আমি অনার্স কমপ্লিট করেছি 2022 এ ।
    এখন আমার Deled এর দ্বিতীয় বর্ষ
    আমি কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে পারি?

    ReplyDelete