ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী PDF | Important Amendments in Indian Constitution
ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী PDF |
কলম ✏
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ভারতীয় সংবিধান সংশোধনী ও তাদের বিষয়বস্তুর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী
১ম সংশোধনী, ১৯৫১
● সংবিধানে নবম তপশীল যোগ করা হয়েছিল।
● সামাজিক এবং শিক্ষাগত দিক দিয়ে অনগ্রসর শ্রেনিসমূহের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বনের ক্ষমতা সরকারকে দেওয়া হয়।
● নাগরিকের অন্যতম মৌলিক অধিকার ‘মত প্রকাশের স্বাধীনতা’ -কে তিনটি শর্তসাপেক্ষ সীমাবদ্ধতা দ্বারা নতুন করে সংজ্ঞায়িত করা।
৩য় সংশোধনী, ১৯৫৪
● ৭তম তপশীল সংশোধনের মাধ্যমে রাজ্য, কেন্দ্র ও যুগ্ম তালিকা সংশোধন করা হয়।
৭ম সংশোধনী, ১৯৫৬
● ভাষার উপর নির্ভর করে রাজ্যগুলির পুনঃগঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয়।
৮ম সংশোধনী, ১৯৫৯
● লোকসভা ও বিধানসভাগুলিতে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ভুক্তদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ ১৯৬০ সাল থেকে বৃদ্ধি করে ১৯৭০ সাল পর্যন্ত করা হয়েছিল।
৯ম সংশোধনী, ১৯৬০
● সংবিধানের প্রথম তপশীলের পরিবর্তন করা হয়।
● ১৯৫৮ সালের ইন্দো-পাক চুক্তি অনুসারে বেরুবাড়ি অঞ্চল পাকিস্তানকে হস্তান্তর করার জন্য এই সংশোধন করা হয়েছিল।
১০ম সংশোধনী, ১৯৬১
● পর্তুগিজ অধিকৃত দাদরা ও নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়।
১৫শ সংশোধনী, ১৯৬৩
● হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬২ বছর করা হয়।
১৭শ সংশোধনী, ১৯৬৪
● ভূমি সংস্কার কর্মসূচিকে সফল করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভূসম্পত্তির সর্বোচ্চ সীমাও নির্দিষ্ট করা হয়।
২১তম সংশোধনী, ১৯৬৭
● সংবিধানের অষ্টম তপশিলে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়।
২৬তম সংশোধনী, ১৯৭১
● প্রিন্সলি স্টেটের প্রাক্তন শাসকদের বিশেষ সুযোগ ও তাদের উপাধি বাতিল করা হয়।
৩১তম সংশোধনী, ১৯৭৩
● লোকসভায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা ৫২৫ থেকে ৫৪৫ পর্যন্ত বর্ধিত করা হয়।
৩৬তম সংশোধনী, ১৯৭৫
● সিকিমকের ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
৩৮তম সংশোধনী, ১৯৭৫
● রাষ্ট্রপতি জরুরী অবস্থা জারি করতে পারে এবং অর্ডিন্যান্স জারি করতে পারেন। রাষ্ট্রপতি, গভর্নর ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান যদি অর্ডিন্যান্স জারি করে তাহলে কেউ তাদের বিপক্ষে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না।
৪১তম সংশোধনী, ১৯৭৬
● রাজ্য রাষ্ট্রকৃত্যকের চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে ৬২ বছর করা হয়।
৪২তম সংশোধনী, ১৯৭৬
● মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া হয়।
● পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয় এবং ইহাতে ১০টি মৌলিক কর্তব্যের সংযোজন হয়।
● লোকসভার কার্যকালের মেয়াদ ৫ বছর থাকে বাড়িয়ে ৬ বছর করা হয়।
● সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, একতা ও অখণ্ডতা –নতুন শব্দ প্রস্তাবনায় সংযোজন করা হয়।
● রাজ্য তালিকার দুটি বিষয় বন ও শিক্ষাকে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
● এই সংবিধান সংশোধনীকে ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে।
৪৪তম সংশোধনী, ১৯৭৮
● লোকসভার কার্যকালের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে পূর্বের ন্যায় ৫ বছর করা হয়।
● সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের পরিবর্তে আইনগত অধিকারে পরিণত করা হয়।
● ৩৫২তম অনুচ্ছেদ সংশোধনী অনুসারে জরুরী অবস্থা জারি করার সময় সশস্ত্র সেনা নিয়োগ করা যাবে।
৪৭তম সংশোধনী, ১৯৮৪
● ভূমিসংস্কার সম্পর্কিত ১৪টি আইনকে সংবিধানের নবম তফশিলে অন্তর্ভুক্ত করা হয়।
৫২তম সংশোধনী, ১৯৮৫
● দশম তপশিলটি সংযুক্ত হয়েছে, যা অবৈধ চোরাচালান বিরোধী ছিল।
৬১তম সংশোধনী, ১৯৮৯
● লোকসভা ও বিধানসভায় ভোট দাতার বয়স ২১ থেকে ১৮ বছর করা হয়।
৬৯তম সংশোধনী, ১৯৯১
● দিল্লীকে জাতীয় রাজধানী অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়।
৭১তম সংশোধনী, ১৯৯২
● অষ্টম তপশিলে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষা অন্তর্ভুক্ত করা হয়।
৭৩তম সংশোধনী, ১৯৯২
● পঞ্চায়েতের গঠন, কার্যকাল, ক্ষমতা, নির্বাচন, অর্থ কমিশন গঠন, আসন সংরক্ষণ প্রভৃতি বিষয়গুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
৭৪তম সংশোধনী, ১৯৯২
● পৌরসভার গঠন, কার্যাবলী, মেয়াদ, ওয়ার্ড কমিটি, তফসিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা, জেলা পরিকল্পনা কমিটি ও মেট্রোপলিটান পরিকল্পনা কমিটি-সহ বিভিন্ন বিষয়ের উল্লেখ করা হয়।
৮০তম সংশোধনী, ২০০০
● এই সংবিধান সংশোধনী আইনবলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আদায়ীকৃত করের বণ্টনে নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়।
৮৪তম সংশোধনী, ২০০১
● লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা ২০২৬ সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে।
৮৫তম সংশোধনী, ২০০২
● সরকারি চাকরিতে তফসিলি জাতি, উপজাতি কর্মচারীদের পদোন্নতির জন্য বিশেষ সংরক্ষণের ব্যবথা গৃহীত হয়।
৮৬তম সংশোধনী, ২০০২
● ৬ থেকে ১৪ বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।
৮৭তম সংশোধনী, ২০০৩
● ২০০১ সালের সেনসাস অনুসারে বিধানসভা ও লোকসভায় নির্বাচনী এলাকার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে।
৮৯তম সংশোধনী, ২০০৩
● তফসিলি জাতি ও উপজাতিসমূহের দুটি পৃথক জাতীয় কমিশনের কথা বলা হয়েছে এই সংশোধনীতে।
৯২তম সংশোধনী, ২০০৩
● অষ্টম তপশিলে বোড়ো, ডোগরী, মৈথিলী ও সাঁওতালী এই চারটি ভাষা যুক্ত করা হয় এবং অষ্টম তপশিলে ভারতে স্বীকৃতি ভাষার সংখ্যা হয় ২২টি।
৯৫তম সংশোধনী, ২০১০
● লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের বয়সসীমা ৬০ থেকে ৭০ বছর করা হয়।
৯৬তম সংশোধনী, ২০১১
● এই সংশোধনীতে ওড়িয়া ভাষার নাম পরিবর্তন করে ওডিয়া করা হয়।
৯৭তম সংশোধনী, ২০১২
● পার্ট IX (B) এর সংযোজন হয়েছে। যেখানে সমবায় সমিতির স্থাপন সম্পর্কে বলা হয়েছে।
৯৮তম সংশোধনী, ২০১৩
● হায়দ্রাবাদ-কর্ণাটক অঞ্চলে উন্নতির জন্য কর্ণাটক সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা হয়েছে।
৯৯তম সংশোধনী, ২০১৪
● ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন গঠিত হয়।
১০০তম সংশোধনী, ২০১৫
● ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি হয়।
১০১তম সংশোধনী, ২০১৬
● দেশে GST এর সূচনা হয়।
১০২তম সংশোধনী, ২০১৮
● অন্যান্য অনগ্রসর শ্রেণির কল্যাণের উদ্দেশ্যে গঠিত জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান।
১০৩তম সংশোধনী, ২০১৯
● আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য রাজ্যের চাকুরীতে ও সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা।
১০৪তম সংশোধনী, ২০২০
● লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের বয়সসীমা ৭০ থেকে ৮০ বছর করা হয় এবং এই সংশোধনীতে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধির সংরক্ষণ সম্প্রসারিত করা হয়নি।
পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : Important Amendments in Indian Constitution
Language : Bengali
Size : 0.7 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment