Breaking



Tuesday 25 October 2022

সৌরজগতের গ্রহদের পরিচয় PDF | Solar System Planets

সৌরজগতের বিভিন্ন গ্রহের পরিচয় PDF | Solar System Planets

সৌরজগতের গ্রহদের পরিচয় PDF | Solar System Planets
সৌরজগতের গ্রহদের পরিচয় PDF 
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে সৌরজগতের গ্রহদের পরিচয় PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে সৌরজগতের গ্রহ গুলি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে।

সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

সৌরজগতের গ্রহদের পরিচয়

গ্রহের নামঃ বুধ (Mercury)
■ সূর্য থেকে দূরত্বঃ প্রায় ৫.৮ কোটি কিমি। 
■ আবর্তনঃ ৫৮ দিন ১৭ ঘণ্টা।
■ পরিক্রমণঃ ৮৮ দিন।
■ ব্যাসঃ ৪৮৭৯.৪ কিমি। 
■ দিনের তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা -১৮০ ডিগ্রি সেলসিয়াস।
■ সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ। 
■ বুধের কোনো উপগ্রহ নেই। 

গ্রহের নামঃ শুক্ৰ (Venus)
■ সূর্য থেকে দূরত্বঃ প্রায় ১০.৭ কোটি কিমি।
■ আবর্তনঃ ২৪৩ দিন।
■ পরিক্রমণঃ ২২৫ দিন।
■ ব্যাসঃ ১২,১০৪ কিমি। 
■ পৃথিবীর সবচেয়ে কাছের এবং সূর্যের দ্বিতীয় কাছের গ্রহ শুক্র। 
■ এটি সৌরজগতের উষ্ণতম গ্রহ। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি।
■ শুক্রের কোনো উপগ্রহ নেই। 

গ্রহের নামঃ পৃথিবী (Earth)
■ সূর্য থেকে দূরত্বঃ প্রায় ১৫ কোটি কিমি।
■ আবর্তনঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
■ পরিক্রমণঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
■ ব্যাসঃ ১২,৭৪২ কিমি। 
■ পৃথিবীর একটি উপগ্রহ আছে - চন্দ্র বা চাঁদ।
■ মহাকাশ থেকে পৃথিবীকে নীল রং এর দেখায় বলে, একে নীল গ্রহ বলা হয়ে থাকে।
■ এটি সৌরজগতের একমাত্র গ্রহ, যেখানে প্রাণের অস্তিত্ব আছে।

গ্রহের নামঃ মঙ্গল (Mars)
■ সূর্য থেকে দূরত্বঃ ২২.৮ কোটি কিমি।
■ আবর্তনঃ ২৪ ঘ. ৩৭ মি.।
■ পরিক্রমণঃ ৬৮৭ দিন।
■ ব্যাসঃ ৬৭৭৯ কিমি। 
■ উপগ্রহঃ ২টি; যথা - ডাইমোস ও ফোবোস। 
■ এই গ্রহকে লালগ্রহ বলা হয়।
■ তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় জল ছিল।

গ্রহের নামঃ বৃহস্পতি (Jupiter)
■ সূর্য থেকে দূরত্বঃ ৭৭.৮ কোটি কিমি।
■ আবর্তনঃ ৯ ঘণ্টা ৫০ মিনিট।
■ পরিক্রমণঃ ১২ বছর।
■ ব্যাসঃ ১৩৯৮২০ কিমি।
■ উপগ্রহঃ ৬৭টি; তার মধ্যে উল্লেখযোগ্য হল - গ্যানিমিড, ইউরোপা। 
■ সবচেয়ে বড়ো গ্রহ এবং মাধ্যাকর্ষণ সবথেকে বেশি।

গ্রহের নামঃ শনি (Saturn)
■ সূর্য থেকে দূরত্বঃ ১৪২.৭ কোটি কিমি।
■ আবর্তনঃ ১০ ঘণ্টা প্রায়।
■ পরিক্রমণঃ ২৯ বছর ৬ মাস।
■ ব্যাসঃ ১১৬৪৬০ কিমি।
■ ধূলিকণা, বরফ, পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল ৭টা বলয় আছে।
■ উপগ্রহঃ ৮২টি; কিন্তু নামকরণ হয়েছে ৫৩টির। তার মধ্যে উল্লেখযোগ্য হল – টাইটান। 

গ্রহের নামঃ ইউরেনাস (Uranus)
■ সূর্য থেকে দূরত্বঃ ২৮৭ কোটি কিমি।
■ আবর্তনঃ প্রায় ১৭ ঘণ্টা।
■ পরিক্রমণঃ প্রায় ৮৪ বছর।
■ ব্যাসঃ ৫০৭২৪ কিমি।
■ উপগ্রহঃ ২৭টি; তার মধ্যে উল্লেখযোগ্য হল – মিরান্ডা, ওবেরন, টিটানিয়া। 
■ এটি সৌরজগতের শীতলতম গ্রহ।
■ মিথেন গ্যাস বেশি থাকায় রং সবুজ।

গ্রহের নামঃ নেপচুন (Neptune)
■ সূর্য থেকে দূরত্বঃ ৪৪৯.৭ কোটি কিমি।
■ আবর্তনঃ প্রায় ১৬ ঘণ্টা।
■ পরিক্রমণঃ ১৬৫ বছর।
■ ব্যাসঃ ৪৯২৪৪ কিমি।
■ উপগ্রহঃ ১৪টি; উল্লেখযোগ্য - ট্রাইটন। 
■ মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় রং নীল।

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : সৌরজগতের গ্রহদের পরিচয়
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment