Breaking



Thursday 12 January 2023

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF | Number of Moons of Planets

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF | Number of Moons of Planets

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF | Number of Moons of Planets
বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা এবং উল্লেখযোগ্য উপগ্রহ সমূহের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন গ্রহের উপগ্রহ সংখ্যা

গ্রহ উপগ্রহ সংখ্যা গুরুত্বপূর্ণ উপগ্রহ
বুধ ***
শুক্র ***
পৃথিবী ১টি চাঁদ
মঙ্গল ২টি ডাইমোস, ফোবোস
বৃহস্পতি ৭৯টি গ্যানিমিড, ইউরোপা
শনি ৮২টি টাইটান
ইউরেনাস ২৭টি মিরান্ডা, ওবেরন
নেপচুন ১৪টি ট্রাইটান
প্লুটো ৫টি হাইড্রা, নিক্স
সেরেস ***
এরিস ১টি ডিসনোমিয়া
হাউমেয়া ২টি নামাকা, হিয়াকা
মেকমেক ১টি S/2015(136472)1

■ প্রধান গ্রহঃ 
অন্তঃস্থ গ্রহ - বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল
বহিঃস্থ গ্রহ - বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন

■ বামন গ্রহঃ 
প্লুটো, সেরেস, এরিস, হাউমেয়া, মেকমেক

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Number of Moons of Planets
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment