Breaking



Saturday 27 January 2024

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF | Part-02

কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF
কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF
কলম 
প্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পোস্টে কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে জেনারেল স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্ন দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police SI & Sergeant Practice Set 02

০১. ২০২১ সালের কোপা আমেরিকা ফুটবলে চ্যাম্পিয়ন হল কোন দেশ ?
ⓐ পেরু
ⓑ আর্জেন্টিনা
ⓒ ব্রাজিল
ⓓ কলম্বিয়া

০২. ফরাসি ওপেন টেনিস টুর্নামেন্টে ২০২১ পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন –
ⓐ রজার ফেডারার 
ⓑ স্তেফানোস সিতসিপাস
ⓒ নোভাক জকোভিচ
ⓓ রাফায়েল নাদাল

০৩. সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ফুটবল খেলোয়াড় মারা গেলেন ?
ⓐ নারায়ণ দাস
ⓑ মিরান্ডা রায়েস
ⓒ সমীর সুভাষ নায়েক
ⓓ এম. প্রশন্নন

০৪. ফ্লিপকার্ট কার সাথে যুক্ত হল অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে ডিজিটাইজ করার জন্য ?
ⓐ ফোন পে
ⓑ পেটিএম
ⓒ মোবিউইক
ⓓ পেইউবিজ 

০৫. কে ‘ফোর্থ লায়ন : এসেস ফর গোপালকৃষ্ণ গান্ধি’ –বইটি লিখেছেন ?
ⓐ অরুন্ধতী রায়
ⓑ অরুণ তেওয়ারি
ⓒ এম. কে. গান্ধি
ⓓ বেণুমাধব গোবিন্দ

০৬. রিচার্ড ডনার যিনি সম্প্রতি মারা যান, তিনি ছিলেন –
ⓐ চিত্র নির্মাতা
ⓑ সঙ্গীতকার
ⓒ ক্রিকেটার
ⓓ সিনেমাটোগ্রাফার 

০৭. কে ‘মৎস্য সেতু’ নামক অ্যাপটির চালনা করলো ভারতের সামুদ্রিক মাছ চাষিদের জন্য ?
ⓐ রাজনাথ সিং
ⓑ নিতীন গড়করী
ⓒ অমিত শাহ
ⓓ গিরিরাজ সিং

০৮. কে উয়েফা ইউরো ২০২০ এর শ্রেষ্ঠ খেলোয়াড় কে নির্বাচিত হলেন ?
ⓐ হ্যারি কেন
ⓑ জর্জিও চিয়েলিল্লী
ⓒ জিয়ানুইগী দোনারুমা  
ⓓ লিওনার্দো বোনুচ্চি  

০৯. কেন্দ্রীয় ব্যাঙ্কের অতিরিক্ত ট্রান্সফারের দিক থেকে ভারতের স্থান কত ?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ

১০. কোন সংস্থা বিশ্বের প্রথম কাঠের নির্মিত উপগ্রহ পাঠাবে ?
ⓐ নাসা
ⓑ ইসরো
ⓒ জাক্সা
ⓓ ইউরোপিয়ান স্পেস

১১. মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ?
ⓐ সৈয়দ আহমেদ খান
ⓑ মহম্মদ আলী জিন্নাহ
ⓒ অরুণা আসফ আলী
ⓓ সলিমুল্লাহ

১২. হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ?
ⓐ ১৮৫৫ সালে
ⓑ ১৮৫৬ সালে
ⓒ ১৮৫৭ সালে
ⓓ ১৮৫৮ সালে

১৩. কে অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন ?
ⓐ অশোক
ⓑ মিহিরকুল
ⓒ বিন্দুসার
ⓓ চন্দ্রগুপ্ত মৌর্য

১৪. মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দেন ?
ⓐ সিধু
ⓑ বাপট
ⓒ বিরসা
ⓓ কোড়া মান্না

১৫. ভারতে সুলতানী সাম্রাজ্যের সূচনা করেন কে ?
ⓐ বলবন
ⓑ ইলতুৎমিস
ⓒ কুতুবউদ্দিন আইবক
ⓓ ইব্রাহিম লোদি

১৬. বাংলার দিওয়ানি মঞ্জুর হয় কোন সালে ?
ⓐ ১৭৬৪ সালে
ⓑ ১৭৬৫ সালে
ⓒ ১৭৯৩ সালে
ⓓ ১৮৫৭ সালে

১৭. কোন সম্রাটের আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আহূত হয়েছিল ?
ⓐ অশোক
ⓑ অজাতশত্রু
ⓒ কালাশোক
ⓓ কনিষ্ক 

১৮. শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে ?
ⓐ শ্রীচৈতন্য দেব
ⓑ জয়দেব
ⓒ চন্ডীদাস  
ⓓ কালিদাস 

১৯. শ্রীচৈতন্য ঋগবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন ?
ⓐ উত্তর ভারতে
ⓑ সমগ্র ভারতে
ⓒ ভারতের পূর্বাংশে
ⓓ সপ্তসিন্ধু এলাকায়

২০. বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা ?
ⓐ বল্লাল সেন
ⓑ লক্ষ্মণ সেন
ⓒ বিক্রম সেন
ⓓ বিজয় সেন

২১. ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কয়লা উৎপন্ন হয় ?
ⓐ ওড়িশা
ⓑ ঝাড়খণ্ড
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ ছত্তিশগড়

২২. মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ হরিয়ানা  
ⓑ ঝাড়খণ্ড
ⓒ মহারাষ্ট্র 
ⓓ তামিলনাড়ু

২৩. কলকাতায় কত সালে মেট্রো রেল চলাচল শুরু হয় ?
ⓐ ১৯৮৪ সালে
ⓑ ১৯৮৫ সালে
ⓒ ১৯৯০ সালে
ⓓ ১৯৯৫ সালে

২৪. রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় ?
ⓐ সরিষা
ⓑ গম
ⓒ তুলা
ⓓ ধান

২৫. কিরু জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ আসাম
ⓑ কর্ণাটক
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ জম্মু ও কাশ্মীর  

২৬. তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত?
ⓐ কর্ণাটক
ⓑ গোয়া
ⓒ মিজোরাম
ⓓ পশ্চিমবঙ্গ

২৭. কাজিরাঙ্গা অভয়ারণ্য কীসের জন্য বিখ্যাত ?
ⓐ একশৃঙ্গ গণ্ডার  
ⓑ দুই শৃঙ্গ গন্ডার
ⓒ হাতি
ⓓ বাঘ

২৮. গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় ?
ⓐ ২১শে মার্চ
ⓑ ২১শে জুন
ⓒ ২৩শে সেপ্টেম্বর
ⓓ ২রা ডিসেম্বর

২৯. রবি শস্য কোন সময় রোপণ করা হয় ?
ⓐ সেপ্টেম্বর - অক্টোবর
ⓑ অক্টোবর - নভেম্বর
ⓒ জুন - জুলাই
ⓓ মে - জুলাই 

৩০. এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
ⓐ সিন্ধু
ⓑ গঙ্গা
ⓒ হোয়াং হো
ⓓ ইয়াংজে

৩১. পশ্চিমবঙ্গের কোন জেলায় ‘ছৌ-নৃত্য’র উৎপত্তি হয়েছে ?
ⓐ ঝাড়গ্রাম
ⓑ পুরুলিয়া
ⓒ পূর্ব মেদিনীপুর
ⓓ পশ্চিম মেদিনীপুর

৩২. শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন ?
ⓐ গোবিন্দ দাস
ⓑ জ্ঞান দাস
ⓒ মালাধর বসু
ⓓ কৃষ্ণদাস কবিরাজ

৩৩. ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থটি কার লেখা ?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ সুকান্ত ভট্টাচার্য
ⓒ মধুসূদন দত্ত
ⓓ জীবনানন্দ দাশ  

৩৪. বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি ?
ⓐ চৈতন্য ভাগবত  
ⓑ চৈতন্য চরিতামৃত 
ⓒ চৈতন্য পদাবলী
ⓓ কোনটাই নয় 

৩৫. ভ্রান্তিবিলাস নাটকটির রচয়িতা কে ?
ⓐ মাইকেল মধুসূদন দত্ত
ⓑ রামমোহন রায়
ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓓ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৬. তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে ?
ⓐ রাষ্ট্রপতি
ⓑ প্রধানমন্ত্রী
ⓒ স্পীকার
ⓓ অনগ্রসর উন্নয়ন মন্ত্রী

৩৭. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায়না ?
ⓐ ভারতের রাষ্ট্রপতি
ⓑ ভারতের প্রধানমন্ত্রী
ⓒ লোকসভার অধ্যক্ষ
ⓓ কেন্দ্রীয় অর্থমন্ত্রী

৩৮. ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে ?
ⓐ দুটি
ⓑ তিনটি  
ⓒ চারটি 
ⓓ পাঁচটি 

৩৯. ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন –
ⓐ এটর্নি জেনারেল
ⓑ লেফট্যানেন্ট জেনারেল
ⓒ সলিসিটর জেনারেল
ⓓ অ্যাকাউন্ট্যান্ট

৪০. জেলা পরিষদের কার্যকাল কত বছর ?
ⓐ তিন বছর
ⓑ চার বছর
ⓒ পাঁচ বছর
ⓓ ছয় বছর

৪১. লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় ?
ⓐ অগ্ন্যাশয়
ⓑ অস্থিমজ্জা
ⓒ হৃদয়
ⓓ যকৃৎ 

৪২. নীচের কোনটি সাধারণ লবণের উৎস ?
ⓐ হেলাইট
ⓑ পাইরাইট
ⓒ বক্সাইট
ⓓ ক্যালসাইট 

৪৩. পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে বলে - 
ⓐ ইকোলজি
ⓑ ইটিমোলজি
ⓒ এন্টোমোলজি  
ⓓ অ্যান্থোলজি

৪৪. নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রোটিন ? 
ⓐ ক্যাপসিড
ⓑ হিস্টোন
ⓒ প্রায়ন 
ⓓ টাইবোসোম 

৪৫. হার্জ কিসের একক -
ⓐ কম্পাঙ্কের
ⓑ বেগের
ⓒ ত্বরণের
ⓓ দ্রুতির

৪৬. কোন টেনিস টুর্নামেন্টের সিঙ্গেলস জয়ীদের ‘মাস্কাটিয়ার্স ট্রফি’ দেওয়া হয় ?
ⓐ অস্ট্রেলিয়া ওপেন
ⓑ ইউএস ওপেন
ⓒ ফ্রেঞ্চ ওপেন
ⓓ উইম্বলডন ওপেন

৪৭. বারমুডা বাউল ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ ক্যারাম
ⓑ ব্রিজ
ⓒ স্নুকার
ⓓ দাবা

৪৮. কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয় ?
ⓐ ১৯৩০ সালে
ⓑ ১৯৩৪ সালে
ⓒ ১৯৩৮ সালে
ⓓ ১৯৫০ সালে

৪৯. কানাডার জাতীয় খেলার নাম কি ?
ⓐ ক্রিকেট
ⓑ ভলিবল
ⓒ আইস হকি
ⓓ ফিল্ড হকি

৫০. বার্ষিক সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়ার জন্য কতগুলি ভাষা স্বীকৃত হয়েছে ?
ⓐ ২১টি
ⓑ ২২টি
ⓒ ২৩টি
ⓓ ২৪টি


সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police SI & Sergeant Practice Set 02
Language : Bengali
Size : 0.8 mb 
No. of Pages : 06
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment