Breaking



Wednesday 24 January 2024

Kolkata Police Sub-Inspector & Sergeant Practice Set in Bengali PDF

কলকাতা পুলিশ SI প্র্যাকটিস সেট | Kolkata Police Sub-Inspector & Sergeant Practice Set in Bengali PDF

কলকাতা পুলিশ SI প্র্যাকটিস সেট | Kolkata Police Sub-Inspector & Sergeant Practice Set in Bengali PDF
Kolkata Police Sub-Inspector & Sergeant Practice Set in Bengali PDF
কলম 
প্রিয় বন্ধুরা,
আজ Kolkata Police Sub-Inspector & Sergeant Practice Set in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে কলকাতা পুলিশ SI ও সার্জেন্ট প্রিলিমিনারি পরীক্ষার একটি প্র্যাকটিস সেট দেওয়া আছে। প্র্যাকটিস সেটটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ১০০টি প্রশ্ন দেওয়া আছে। সুতরাং প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

KP SI & Sergeant Practice Set 01

০১. ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
ⓐ জওহরলাল নেহেরু
ⓑ বি. আর. আম্বেদকর
ⓒ কে. সি. পন্থ
ⓓ সি. রঙ্গরাজন

০২. ভারত ও পাকিস্তান দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছেন কে ?
ⓐ লতা মঙ্গেশকর
ⓑ এ. পি. জে. আব্দুল কালাম
ⓒ মোরারজি দেশাই
ⓓ জে. আর. ডি. টাটা

০৩. টেলিগ্রাফ কোড কে আবিষ্কার করেন ?
ⓐ ল্যানেক
ⓑ জন লগি বেয়ার্ড
ⓒ আলেকজান্ডার গ্রাহাম বেল
ⓓ স্যামুয়েল এফ. বি. মোর্স

০৪. শ্রীহরিকোটা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
ⓐ কেরালা
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ ব্যাঙ্গালুরু
ⓓ রাজস্থান

০৫. কুড়ানকুলাম পারমাণবিক শক্তি চুল্লিটি কোথায় অবস্থিত ?
ⓐ কেরালা
ⓑ কর্ণাটক
ⓒ গুজরাট
ⓓ তামিলনাড়ু

০৬. অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল কোনটি ?
ⓐ রুদ্রপ্রয়াগ
ⓑ দেবপ্রয়াগ
ⓒ এলাহাবাদ
ⓓ বারাণসী

০৭. বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে ?
ⓐ চরক
ⓑ নাগার্জুন 
ⓒ কালিদাস
ⓓ অশ্বঘোষ  

০৮. নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে কোন নদীতে ?
ⓐ কৃষ্ণা নদীতে
ⓑ কাবেরী নদীতে
ⓒ গোদাবরী নদীতে
ⓓ সিন্ধু নদীতে

০৯. ভারতের জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে ছিলেন ?
ⓐ বিজয়লক্ষ্মী পণ্ডিত
ⓑ রাজকুমারী অমৃত কৌর
ⓒ অ্যানি বেসান্ত
ⓓ সরোজিনী নাইডু

১০. ‘Letters from a Father to Daughter’  -বইটি কে লিখেছেন ?
ⓐ মহাত্মা গান্ধী 
ⓑ আবুল কালাম আজাদ
ⓒ জওহরলাল নেহেরু
ⓓ ডঃ এস. রাধাকৃষ্ণণ 

১১. রকেটের কার্যনীতি নিউটনের কোন গতি সূত্র ওপর নির্ভরশীল ?
ⓐ প্রথম সূত্র
ⓑ দ্বিতীয় সূত্র
ⓒ তৃতীয় সূত্র
ⓓ প্রথম ও দ্বিতীয় সূত্র

১২. সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ান বলেছেন ?
ⓐ রোমিলা থাপার
ⓑ ভি. এস. স্মিথ
ⓒ আর সি মজুমদার
ⓓ আর এস শর্মা

১৩. ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কে ?
ⓐ লর্ড ক্লাইভ
ⓑ লর্ড ক্যানিং
ⓒ লর্ড উইলিয়াম বেন্টিক
ⓓ লর্ড লিটন

১৪. ‘সাচ্চা বাদশাহ’ উপাধি গ্রহণ করেছিলেন কোন শিখ গুরু ? 
ⓐ গুরু নানক      
ⓑ গুরু তেগ বাহাদুর      
ⓒ গুরু হরগোবিন্দ  
ⓓ গুরু গোবিন্দ সিং

১৫. কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে কোন ক্ষেত্রের ?      
ⓐ ধর্ম
ⓑ শিল্প
ⓒ সাহিত্য
ⓓ স্থাপত্য

১৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন ?
ⓐ হুগলী
ⓑ নদীয়া     
ⓓ মুর্শিদাবাদ
ⓒ বর্ধমান

১৭. কে ‘শের-এ-পাঞ্জাব’ নামে পরিচিত ছিলেন ?
ⓐ জয় প্রকাশ নারায়ণ
ⓑ ভগত সিং
ⓒ লালা লাজপত রায়
ⓓ বাল গঙ্গাধর তিলক

১৮. ‘আইন-ই-আকবরী’ গ্রন্থটি কে রচনা করেছিলেন ?
ⓐ হুমায়ুন
ⓑ আবুল ফজল
ⓒ শাহজাহান
ⓓ আকবর

১৯. কে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে পরিচিত ছিলেন ?
ⓐ অ্যানি বেসান্ত
ⓑ সিস্টার নিবেদিতা
ⓒ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ⓓ জোয়ান অ আর্ক

২০. ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলে ?
ⓐ লর্ড ওয়াভেল
ⓑ লর্ড কর্নওয়ালিস
ⓒ লর্ড ডালহৌসি
ⓓ লর্ড কার্জন

২১. ‘রাষ্ট্রকূট’ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ⓐ তৃতীয় গোবিন্দ
ⓑ তৃতীয় কৃষ্ণ
ⓒ দস্তিদুর্গ
ⓓ প্রথম কৃষ্ণ

২২. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজীতে অনুবাদ করেছিলেন ?
ⓐ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ⓑ মাইকেল মধুসূদন দত্ত
ⓒ উমেশচন্দ্র দত্ত
ⓓ জন কেরি

২৩. নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল ?
ⓐ স্কন্দগুপ্ত
ⓑ প্রথম চন্দ্রগুপ্ত
ⓒ প্রথম কুমারগুপ্ত
ⓓ সমুদ্রগুপ্ত

২৪. ‘Servants of India Society’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?      
ⓐ গোপালকৃষ্ণ গোখলে
ⓑ অ্যানি বেসান্ত
ⓒ দাদাভাই নৌরজি
ⓓ ঋষি অরবিন্দ ঘোষ

২৫. নীচের কোনটি পশ্চিম দিকে প্রবাহিত নদী ?
ⓐ কৃষ্ণা
ⓑ নর্মদা
ⓒ মহানদী
ⓓ গোদাবরী

২৬. ‘কথাকলি’ কোন রাজ্যের জনপ্রিয় নৃত্যশৈলী ?
ⓐ তামিলনাড়ু
ⓑ ত্রিপুরা
ⓒ কেরল
ⓓ ওড়িশা

২৭. নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত ?
ⓐ শুক্র এবং বুধ
ⓑ নেপচুন এবং শুক্র
ⓒ মঙ্গল এবং শনি
ⓓ বৃহস্পতি এবং বুধ

২৮. “লিনিং টাওয়ার অফ পিসা” কোথায় অবস্থিত ?
ⓐ জাপানে
ⓑ ইরানে
ⓒ ইরাকে
ⓓ ইটালিতে

২৯. কোনটি উত্তরবঙ্গের নদী নয় ?
ⓐ কালজানি
ⓑ জলঢাকা
ⓒ হলদী
ⓓ রায়ডাক

৩০. লবণাক্ত জলে উৎপন্ন চারাগাছকে কি বলে ?
ⓐ হাইড্রোফাইটস
ⓑ মেসোফাইটস
ⓒ থ্যালোফাইটস
ⓓ হ্যালোফাইটস

৩১. কোন নদ বা নদীকে বাংলার দুঃখ বলা হয় ?
ⓐ ভাগীরথী
ⓑ অজয়
ⓒ দামোদর
ⓓ তিস্তা

৩২. নীচের কোনটিকে বাদামী কয়লা বলে ?
ⓐ অ্যানথ্রাসাইট
ⓑ লিগনাইট
ⓒ কোক
ⓓ বিটুমিনাস

৩৩. নীচের কোনটি যমজ শহর নয় ?
ⓐ হায়দ্রাবাদ - সেকেন্দ্রাবাদ
ⓑ দিল্লী - নিউ দিল্লী
ⓒ কলকাতা - হাওড়া
ⓓ দুর্গাপুর – আসানসোল

৩৪. মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত ?
ⓐ ত্রিপুরা
ⓑ নাগাল্যান্ড
ⓒ মণিপুর
ⓓ মেঘালয়

৩৫. তুলার তন্তু কি দিয়ে তৈরি ?  
ⓐ প্রোটিন
ⓑ ফ্যাট
ⓒ সেলুলোজ
ⓓ স্টার্চ

৩৬. বিশুদ্ধ জলের pH মান কত ?
ⓐ 9
ⓑ 12
ⓒ 3
ⓓ 7

৩৭. যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় না ?
ⓐ E
ⓑ K
ⓒ A
ⓓ C

৩৮. সাধারণ অবস্থায় নীচের কোন ধাতুটি তরল ?
ⓐ রেডিয়াম
ⓑ পারদ
ⓒ দস্তা
ⓓ ইউরেনিয়াম

৩৯. ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন ?
ⓐ মোহিন পান্ডে
ⓑ আশুতোষ ভার্মা
ⓒ বিক্রম সারাভাই
ⓓ রাকেশ শর্মা

৪০. বার নিম্নের কোনটির একক ?
ⓐ চাপ
ⓑ বল
ⓒ মত্ততা
ⓓ গতিবেগ

৪১. জলে কিছু লবণ মেশানো হলো, নতুন দ্রবণের স্ফুটনাঙ্ক -
ⓐ বৃদ্ধি হয়
ⓑ হ্রাস পায়
ⓒ অপরিবর্তিত থাকে
ⓓ কোনটাই নয়

৪২. বায়ুমন্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত ?
ⓐ ট্রপোস্ফিয়ার
ⓑ স্ট্র্যাটোস্ফিয়ার
ⓒ ট্রপোপজ
ⓓ আয়নোস্ফিয়ার

৪৩. কালাজ্বর রোগের সংক্রমণ ঘটায় -
ⓐ স্যান্ড মাছি
ⓑ গৃহ মাছি
ⓒ সাদা মাছি
ⓓ মশা

৪৪. হার্জ কিসের একক হল -
ⓐ কম্পাঙ্কের
ⓑ বেগের
ⓒ ত্বরণের
ⓓ দ্রুতির

৪৫. কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল ?
ⓐ কনিষ্ক
ⓑ চন্দ্রগুপ্ত মৌর্য 
ⓒ অশোক
ⓓ কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই

৪৬. জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন ?
ⓐ বল্লাল সেন
ⓑ ধর্মপাল
ⓒ দেবপাল
ⓓ লক্ষ্মণ সেন

৪৭. ভূ-প্রকৃতি অনুযায়ী ভারতকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় ?
ⓐ পাঁচটি 
ⓑ ছয়টি
ⓒ সাতটি
ⓓ আটটি 

৪৮. ব্রাহ্মণী নদী কোন নদীর উপনদী ?
ⓐ কাবেরী
ⓑ কৃষ্ণা
ⓒ গোদাবরী
ⓓ মহানদী

৪৯. নিম্নলিখিত কোন বাংলা সাহিত্যকর্ম মিল্টনের প্যারাডাইস লস্টের অনুসরণে লিখিত ?
ⓐ কৃষ্ণ চরিত্র
ⓑ মেঘনাদ বধ কাব্য
ⓒ কমলাকান্তের দপ্তর
ⓓ দেবী চৌধুরাণী

৫০. উত্তর রবীন্দ্রনাথের ভাবধারার সর্বশ্রেষ্ঠ প্রতীক কাকে বলা হয় ?
ⓐ মোহিতলাল
ⓑ যতীন্দ্রনাথ সেনগুপ্ত
ⓒ জীবনানন্দ দাশ
ⓓ কাজী নজরুল ইসলাম

৫১. কোন বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সোমবারের তারিখ জোড় সংখ্যা। ওই মাসের 15 তারিখ কি বারে পড়বে ?
ⓐ সোমবার
ⓑ বুধবার
ⓒ শুক্রবার
ⓓ রবিবার

৫২. আজ সোমবার হলে, ঠিক 64 দিন পরে কি বার হবে ?
ⓐ মঙ্গলবার  
ⓑ বুধবার
ⓒ বৃহস্পতিবার
ⓓ শুক্রবার 

৫৩. এক ব্যক্তিকে দেখিয়ে স্নেহা বললো যে, সে হল আমার দাদুর একমাত্র ছেলের ছেলে; স্নেহা ওই ব্যক্তির সাথে কীভাবে সম্পর্কিত ?
ⓐ মা
ⓑ বউ
ⓒ কাকিমা
ⓓ বোন

৫৪. একটি ছবি দেখিয়ে সুজন বলল, “উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা।” সুজনের সাথে ছবির ব্যক্তির সম্পর্ক কি ?
ⓐ মা
ⓑ বোন
ⓒ ভাইঝি
ⓓ কোন সম্পর্ক নেই

৫৫. সুনীলের ছেলে কৃষ্ণ। সুলেখা হল সুনীলের বোন। সুলেখার পুত্র জিটু ও কন্যা পিউ। বিট্টু হল জিটুর মামা।  সুনীল কীভাবে জিটুর সাথে সম্পর্কিত ?
ⓐ ভাই
ⓑ ভাইপো
ⓒ খুড়তুতো ভাই
ⓓ মামা

৫৬. 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে ?
ⓐ 10
ⓑ 11
ⓒ 19
ⓓ 20

৫৭. ঘড়িতে 4.40 pm এর ঘণ্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে ?
ⓐ 100 ডিগ্রি
ⓑ 110 ডিগ্রি
ⓒ 120 ডিগ্রি
ⓓ 130 ডিগ্রি

৫৮. একটি লোক এক মহিলাকে বলল, “তোমার মায়ের স্বামীর বোন হয় আমার কাকিমা” তবে লোকটির সাথে মহিলার সম্পর্ক কি ?
ⓐ নাতনি
ⓑ কন্যা
ⓒ বোন  
ⓓ কাকিমা 

৫৯. সুস্মিতা তার বাড়ির দক্ষিণে 50m যাওয়ার পর বাঁদিকে ঘুরলো এবং 20m গেলো। তারপর উত্তরদিকে ঘুরে 30m গেল এবং তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। এখন সে কোন দিকে হাঁটছে ?
ⓐ উত্তর
ⓑ উত্তর-পশ্চিম
ⓒ দক্ষিণ-পূর্ব
ⓓ পশ্চিম

৬০. গৌরাঙ্গ উত্তর দিকে 15km গেলো, এরপর সে ডানদিকে আরো 15km গেলো, এরপর সে আবার ডান দিকে 15 km গেলো। যাত্রা শুরু করার মুহূর্ত থেকে এখন তার অবস্থান কোন দিকে ?
ⓐ উত্তর
ⓑ দক্ষিণ
ⓒ পূর্ব  
ⓓ পশ্চিম

৬১. এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8km পূর্বদিকে যায়, তারপর বাঁদিকে ঘুরে 3km হাঁটে এবং পুনরায় বাঁদিকে ঘুরে 8km হাঁটে। যাত্রা শুরু থেকে সে কতটা দূরত্বে ?
ⓐ 3km
ⓑ 4km
ⓒ 5km
ⓓ 6km

৬২. একদিন সকালে সূর্য ওঠার পরে সুজন এবং সাহেব উঠানে পরস্পরের বিপরীতমুখী হয়ে দাঁড়িয়ে, সুজনের ছায়া যদি বাম দিকে হয় তাহলে সাহেবের মুখ কোন দিকে ?
ⓐ পূর্ব  
ⓑ পশ্চিম
ⓒ উত্তর
ⓓ দক্ষিণ 

৬৩. Igloo : Ice :: Marquee : ?
ⓐ Canvas
ⓑ Silk
ⓒ Buckram
ⓓ Satin

৬৪. DE : 10 :: HI : ?
ⓐ 17
ⓑ 20
ⓒ 36
ⓓ 46

৬৫. 720 : 840 :: 60 : ?
ⓐ 76
ⓑ 80
ⓒ 70
ⓓ 74

৬৬. Ink : Pen :: Blood : ?
ⓐ Donation
ⓑ Vein
ⓒ Accident
ⓓ Doctor

৬৭. 68 : 130 :: ? : 350
ⓐ 210
ⓑ 216
ⓒ 222
ⓓ 240

 ৬৮. 9 : 80 :: 100 : ?
ⓐ 901
ⓑ 1009
ⓒ 9889
ⓓ 9999

৬৯. Book : Publisher :: Film : ?
ⓐ Producer
ⓑ Director
ⓒ Editor
ⓓ Writer

৭০. Smoke : Pollution :: War : ?
ⓐ Destruction
ⓑ Treaty
ⓒ Victory
ⓓ Peace

৭১. Indonesia : Jakarta :: Austria : ?
ⓐ Colombo
ⓑ Thimpu
ⓒ Vienna
ⓓ Lisbon

৭২. Touch : Feel :: Greet : ?
ⓐ Smile
ⓑ Manners
ⓒ Acknowledge  
ⓓ Success

৭৩. Kabaddi : 7 :: Basketball : ?
ⓐ 5
ⓑ 7
ⓒ 8
ⓓ 9

৭৪. Statue of Liberty : New York :: Eiffel Tower : ?
ⓐ France
ⓑ London
ⓒ Spain
ⓓ Italy

৭৫. নাটক : নির্দেশক :: পত্রিকা : ? 
ⓐ গল্প
ⓑ সম্পাদক
ⓒ পাঠক
ⓓ মুদ্রক

৭৬. একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে, ঘুড়ির দাম কত ?
ⓐ 5 পয়সা
ⓑ 10 পয়সা
ⓒ 20 পয়সা
ⓓ 25 পয়সা

৭৭. কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে, সমস্ত সম্পত্তির মূল্য কত ?
ⓐ 28,000 টাকা
ⓑ 40,000 টাকা  
ⓒ 48,000 টাকা
ⓓ অনির্ণেয়

৭৮. 9545 সংখ্যাটি থেকে যে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তা নির্ণয় করুন।
ⓐ 59
ⓑ 89
ⓒ 106
ⓓ 136

৭৯. দুটি সংখ্যার লসাগু 315 এবং তাদের অনুপাত 5 : 7 তাদের গুণফল -
ⓐ 2358
ⓑ 2538
ⓒ 2835
ⓓ 2853

৮০. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 36 এবং 6।  একটি সংখ্যা 12 হলে অন্যটি কত ?
ⓐ 15
ⓑ 18
ⓒ 20
ⓓ 24

৮১. চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশেষ থাকে ?
ⓐ 9763
ⓑ 9764
ⓒ 9765
ⓓ 9767

৮২. 8, 24, 36 এবং 54 এর লসাগু কত ?
ⓐ 54
ⓑ 108
ⓒ 216
ⓓ 432

৮৩. দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু 4 হলে, সংখ্যা দুটির লসাগু কত ?
ⓐ 22
ⓑ 27
ⓒ 48
ⓓ 56 

৮৪. একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকা সংখ্যা যদি 420 হয়, বালকের সংখ্যা কত ?
ⓐ 117
ⓑ 1125
ⓒ 1260
ⓓ 1350

৮৫. একটি লোকের বেতন 20% হ্রাস করা হল। ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে ?
ⓐ 17.5%
ⓑ 20%
ⓒ 22.5%
ⓓ 25%

৮৬. চক্রবৃদ্ধি সুদে যদি 2 বছরে 2000 টাকার সুদ আসল 2226.05 টাকা হয়, তাহলে সুদের হার কত ?
ⓐ 5%
ⓑ 5.25%
ⓒ 5.5%
ⓓ 6%

৮৭. 4.5% সরল সুদের হারে 450 টাকার সুদ কত বছরে 81 টাকা হবে ?
ⓐ 3.5 বছরে
ⓑ 4 বছরে
ⓒ 4.5 বছরে
ⓓ 5 বছরে

৮৮. 1600 টাকার 2 বছর 4 মাসের সুদ 252 টাকা হলে, বার্ষিক সুদের হার কত ?
ⓐ 6 %
ⓑ 6.25 %
ⓒ 6.50 %
ⓓ 6.75 %

৮৯. 6.25 % সরল সুদের হারে 500 টাকার 4 বছরের সুদ যদি 5% সরল সুদের হারে 400 টাকার সরল সুদের সমান হয়, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত বছর লাগবে ?
ⓐ 4 বছর
ⓑ 5 বছর
ⓒ 6.25 বছর
ⓓ 8.66 বছর

৯০. A ও B একটি অংশীদারি ব্যবসায় কিছু অর্থ বিনিয়োগ করে। 9 মাস বাদে B তার মূলধন তুলে নেয় কিন্তু A তার মূলধন আরো এক মাসের জন্য রাখে। যদি লভ্যাংশ থেকে তাদের প্রাপ্ত টাকার অনুপাত 5:6 হয়, তাহলে তাদের মূলধনের অনুপাত কত ছিল ?
ⓐ 3:4
ⓑ 4:3
ⓒ 5:6
ⓓ 6:5

৯১. A 14000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে।  5 মাস বাদে B ব্যবসায় যোগদান করে এবং C আরও 2 মাস বাদে ব্যবসায় যোগ দেয়। যদি বছরের শেষে A, B ও C 4:3:2 অনুপাতে লভ্যাংশ পায়, তবে C এর মূলধন কত ছিল ?
ⓐ 18000 টাকা
ⓑ 16800 টাকা
ⓒ 18600 টাকা
ⓓ 10800 টাকা

৯২. A , B ও C একটি ব্যবসায় 21600 টাকা বিনিয়োগ করে। যদি বছরের শেষে A লভ্যাংশের 700 টাকা, B 800 টাকা ও C 900 টাকা পায় তবে B ও C এর মোট বিনিয়োগ কত ?
ⓐ 15300 টাকা
ⓑ 13500 টাকা
ⓒ 14400 টাকা
ⓓ 16300 টাকা

৯৩. A ও B একটি যৌথ ব্যবসায় 5:3 অনুপাতে বিনিয়োগ করে। যদি মোট লভ্যাংশের 10% দান করার পর A 900 টাকা লভ্যাংশ পায়, তবে মোট লভ্যাংশ কত ?
ⓐ 1600 টাকা
ⓑ 1400 টাকা
ⓒ 1500 টাকা
ⓓ 1800 টাকা

৯৪. একটি সংখ্যাকে 25 % কমালে সেটি হয় 225। সংখ্যাটিকে 390 করতে গেলে কত শতাংশ বাড়াতে হবে ?
ⓐ 25 %
ⓑ 30 %
ⓒ 35 %
ⓓ 45 %

৯৫. একটি পরীক্ষায় যতজন পরীক্ষার্থী ছিল তার 65 % পাস করেছে। যদি 420 জন ছাত্র-ছাত্রী ফেল করে, তাহলে মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ?
ⓐ 1000 জন
ⓑ 1200 জন
ⓒ 1500 জন
ⓓ 1625 জন

৯৬. একটি পরীক্ষায় X, 58 % নম্বর পেয়েছে।  Y, X এর থেকে 105 নম্বর কম পেয়েছে। যদি মোট 700 তে পরীক্ষা হয়ে থাকে তাহলে Y কত শতাংশ নম্বর পেয়েছে ?
ⓐ 42 %
ⓑ 43 %
ⓒ 52 %
ⓓ 44 %

৯৭. কোন একটি সংখ্যার 38 % এবং 24 % এর পার্থক্য 135.10।  সংখ্যাটির 40 % = কত ?
ⓐ 370
ⓑ 378
ⓒ 386
ⓓ 394

৯৮. দুইজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়।  প্রথম ব্যক্তি ঘন্টায় 9 km গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 km গতিতে যাত্রা করে, দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়। গন্তব্যস্থলে দূরত্ব কত?
ⓐ 38 km
ⓑ 36 km
ⓒ 48 km
ⓓ 24 km

৯৯. একজন ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 km/hr গতিতে এবং বাকি অর্ধেক পথ 20 km/hr গতিতে যায়, যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত ?
ⓐ 24 km/hr
ⓑ 27 km/hr
ⓒ 15 km/hr
ⓓ 22 km/hr

১০০. একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা সম্পূর্ণ করে, সমগ্র যাত্রাপথের অর্ধেক রাস্তা 40 km/hr গতিতে এবং বাকি রাস্তা 60 km/hr গতিতে গেলে, যাত্রা পথের মোট দূরত্ব কত ?
ⓐ 192km
ⓑ 384km
ⓒ 400km
ⓓ 420km


সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : KP SI & Sergeant Practice Set 01
Language : Bengali
Size : 02 mb 
No. of Pages : 12
Download Link : Click Here To Download


1 comment:

  1. Sir eirokom r o besi kore test paper bania din .. tratre

    ReplyDelete