চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Eye and their Functions
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান ও কার্য জীববিদ্যার এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে চোখের বিভিন্ন অংশ এবং তাদের অবস্থান ও কাজের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
অংশ | অবস্থান | কাজ |
---|---|---|
রেটিনা | অক্ষিগোলকের পশ্চাদভাগ | বস্তুর প্রতিবিম্ব গঠন |
স্ক্লেরা | অক্ষিগোলকের পশ্চাদভাগ | অক্ষিগোলকের পশ্চাদভাগের স্তর রক্ষা করা |
কোরয়েড | অক্ষিগোলকের পশ্চাদভাগ | রেটিনা রক্ষা ও বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ |
কর্নিয়া | অক্ষিগোলকের সম্মুখভাগ | প্রতিসারক মাধ্যম ও আলোকরশ্মি কেন্দ্রীভূত করা |
আইরিশ | অক্ষিগোলকের সম্মুখভাগে লেন্সের ওপরে | তারারন্ধ্রকে সঙ্কুচিত ও প্রসারিত হতে সাহায্য করে |
কনজাংটিভা | কর্নিয়ার বাইরের আচ্ছাদন | কর্নিয়াকে রক্ষা করা |
লেন্স | আইরিশের পশ্চাদভাগ | আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোকরশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে |
পিউপিল | আইরিশের মধ্যভাগ | চোখে আলোক রশ্মি প্রবেশ করায় |
অ্যাকুয়াস হিউমার | কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে | প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে |
ভিট্রিয়াস হিউমার | লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে | প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে |
ব্লাইন্ড স্পট | রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলে | প্রতিবিম্ব গঠন না করা |
ইয়োলো স্পট | রেটিনার উপরিভাগ | প্রতিবিম্ব গঠন সর্বাপেক্ষা ভালো হয় |
সিলিয়ারি বডি | আইরিশ ও কোরয়েডের সংযোগস্থল | লেন্সের উপযোজনে সাহায্য করে |
রড কোশ | রেটিনায় | মৃদু আলো শোষণ করা |
কোণ কোশ | রেটিনায় | উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করা |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Parts of the Eye and their Functions
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment