Breaking







Wednesday, 16 February 2022

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Eye and their Functions

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Eye and their Functions

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Eye and their Functions
চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
চক্ষুর বিভিন্ন অংশের অবস্থান ও কার্য জীববিদ্যার এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে চোখের বিভিন্ন অংশ এবং তাদের অবস্থান ও কাজের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

চোখের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ

অংশ অবস্থান কাজ
রেটিনা অক্ষিগোলকের পশ্চাদভাগ বস্তুর প্রতিবিম্ব গঠন
স্ক্লেরা অক্ষিগোলকের পশ্চাদভাগ অক্ষিগোলকের পশ্চাদভাগের স্তর রক্ষা করা
কোরয়েড অক্ষিগোলকের পশ্চাদভাগ রেটিনা রক্ষা ও বিচ্ছুরিত আলোর প্রতিফলন রোধ
কর্নিয়া অক্ষিগোলকের সম্মুখভাগ প্রতিসারক মাধ্যম ও আলোকরশ্মি কেন্দ্রীভূত করা
আইরিশ অক্ষিগোলকের সম্মুখভাগে লেন্সের ওপরে তারারন্ধ্রকে সঙ্কুচিত ও প্রসারিত হতে সাহায্য করে
কনজাংটিভা কর্নিয়ার বাইরের আচ্ছাদন কর্নিয়াকে রক্ষা করা
লেন্স আইরিশের পশ্চাদভাগ আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোকরশ্মিকে রেটিনার ওপর কেন্দ্রীভূত করে
পিউপিল আইরিশের মধ্যভাগ চোখে আলোক রশ্মি প্রবেশ করায়
অ্যাকুয়াস হিউমার কর্নিয়া ও লেন্সের মধ্যবর্তী প্রকোষ্ঠে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে
ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে
ব্লাইন্ড স্পট রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনস্থলে প্রতিবিম্ব গঠন না করা
ইয়োলো স্পট রেটিনার উপরিভাগ প্রতিবিম্ব গঠন সর্বাপেক্ষা ভালো হয়
সিলিয়ারি বডি আইরিশ ও কোরয়েডের সংযোগস্থল লেন্সের উপযোজনে সাহায্য করে
রড কোশ রেটিনায় মৃদু আলো শোষণ করা
কোণ কোশ রেটিনায় উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Parts of the Eye and their Functions
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment