কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Ear and their Functions
কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ জীববিজ্ঞানের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে পোস্টটি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।
কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ
অংশ | অবস্থান | কাজ |
---|---|---|
কর্ণকুহর | কর্ণছত্রের কেন্দ্রে | শব্দতরঙ্গ বহন করা |
কর্টি যন্ত্র | ককলিয়ার উপরিভাগ | শব্দ গ্রাহক হিসাবে কাজ করে |
কর্ণপটহ | কর্ণকুহরের শেষ প্রান্তে | শব্দতরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করা |
ককলিয়া | অন্তঃকর্ণে | শ্রবণ অনুভূতি গ্রহণ ও মস্তিষ্কে প্রেরণ করা |
অর্ধবৃত্তাকার নালী | অন্তঃকর্ণে | দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ |
অটোলিথ যন্ত্র | অন্তঃকর্ণে | দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ |
কর্ণছত্র বা পিনা | মস্তিষ্কের দুই পার্শ্বে | শব্দতরঙ্গ সংগ্রহ ও প্রেরণ করা |
ইউস্টেচিয়ান নালী | মধ্যকর্ণ ও গলবিলের সংযোগ নালী | বায়ুচাপের সমতা বজায় রাখা |
কর্ণ অস্থি – মেলিয়াস, ইনকাস, স্টেপিস | মধ্যকর্ণে | শব্দতরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তঃকর্ণে প্রেরণ করা |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Parts of the Ear and their Functions
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment