Breaking







Sunday, 2 January 2022

কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Ear and their Functions

কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Ear and their Functions

কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF | Parts of the Ear and their Functions
কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ জীববিজ্ঞানের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে পোস্টটি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।

কর্ণের বিভিন্ন অংশের অবস্থান ও কাজ

অংশ অবস্থান কাজ
কর্ণকুহর কর্ণছত্রের কেন্দ্রে শব্দতরঙ্গ বহন করা
কর্টি যন্ত্র ককলিয়ার উপরিভাগ শব্দ গ্রাহক হিসাবে কাজ করে
কর্ণপটহ কর্ণকুহরের শেষ প্রান্তে শব্দতরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করা
ককলিয়া অন্তঃকর্ণে শ্রবণ অনুভূতি গ্রহণ ও মস্তিষ্কে প্রেরণ করা
অর্ধবৃত্তাকার নালী অন্তঃকর্ণে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ
অটোলিথ যন্ত্র অন্তঃকর্ণে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ
কর্ণছত্র বা পিনা মস্তিষ্কের দুই পার্শ্বে শব্দতরঙ্গ সংগ্রহ ও প্রেরণ করা
ইউস্টেচিয়ান নালী মধ্যকর্ণ ও গলবিলের সংযোগ নালী বায়ুচাপের সমতা বজায় রাখা
কর্ণ অস্থি – মেলিয়াস, ইনকাস, স্টেপিস মধ্যকর্ণে শব্দতরঙ্গকে কর্ণপটহ থেকে অন্তঃকর্ণে প্রেরণ করা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Parts of the Ear and their Functions
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment