বিভিন্ন জৈব যৌগ PDF | Organic Compounds || সংকেত, প্রকৃতি ও ব্যবহার
বিভিন্ন জৈব যৌগ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন জৈব যৌগের সংকেত, প্রকৃতি ও ব্যবহার এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন জৈব যৌগ PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে বিভিন্ন জৈব যৌগের সংকেত, প্রকৃতি বা ধর্ম ও ব্যবহার খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। সুতরাং দেরী না করে পোস্টটি দেখে নাও এবং পিডিএফটি সংগ্রহ করে নাও।
জৈব যৌগ
০১. মিথেনঃ
■ সংকেতঃ CH4
■ প্রকৃতিঃ
● মিথেন সম্পৃক্ত হাইড্রোকার্বন শ্রেণীর সরলতম যৌগ।
● এটি একটি অ্যালিফেটিক হাইড্রোকার্বন।
● মিথেন একটি বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস।
● এই গ্যাস বায়ুর চেয়ে হালকা এবং জলে সামান্য দ্রবীভূত হয়।
● জলাভূমিতে নানারকম জৈব পদার্থ পচে এই গ্যাস উৎপন্ন হয়, এই কারণে একে মার্স গ্যাস বলা হয়।
■ ব্যবহারঃ
● মিথেন গ্যাস জ্বালানি রূপে ব্যবহৃত হয়।
● অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করতে।
● কার্বন ব্ল্যাক, গ্রামোফোনের রেকর্ড, জুতোর কালি, রবার, ছাপার কালি, পেন্ট প্রভৃতি কাজে ব্যবহার করা হয়।
● সার প্রস্তুতিতে মিথেন ব্যবহার করা হয়ে থাকে।
০২. ইথিলিনঃ
■ সংকেতঃ C2H4
■ প্রকৃতিঃ
● ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
● এটি বর্ণহীন ও মৃদু মিষ্টি গন্ধযুক্ত গ্যাস।
● ইথিলিন একটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন।
● এই গ্যাসটি প্রায় বায়ুর সমান ভারী এবং জলে সামান্য দ্রাব্য।
■ ব্যবহারঃ
● ফল সংরক্ষণে অর্থাৎ ফলের পচন থেকে রক্ষা করতে।
● কাঁচা ফল পাকাতে।
● পলিথিন ও চেতনানাশক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়।
● যুদ্ধের সময় মাস্টার্ড গ্যাস নামে বিষাক্ত গ্যাস প্রস্তুতিতে।
● কৃত্রিম রবার প্রস্তুতিতে।
০৩. অ্যাসিটিলিনঃ
■ সংকেতঃ C2H2
■ প্রকৃতিঃ
● এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
● এটি বর্ণহীন ও মিষ্টি গন্ধযুক্ত গ্যাস।
● এই গ্যাসটি বাতাসের চেয়ে সামান্য হালকা এবং জলে অল্প দ্রাব্য।
■ ব্যবহারঃ
● কৃত্রিম রবার, প্লাস্টিক, ইথাইল অ্যালকোহল, বেঞ্জিন ও অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতে।
● ইলেকট্রিক ঝালাই এর কাজে ব্যবহৃত হয়।
০৪. ক্লোরোফর্মঃ
■ সংকেতঃ CHCl3
■ প্রকৃতিঃ
● ক্লোরোফর্ম জলে অদ্রাব্য।
● এটি অদাহ্য তরল পদার্থ।
● এটি মিষ্টি গন্ধযুক্ত।
● জলের তুলনায় ভারী।
■ ব্যবহারঃ
● শল্য চিকিৎসায় চেতনানাশক ওষুধ হিসাবে ক্লোরোফর্ম ব্যবহৃত হয়।
● রবার, চর্বি, মোম, তেল প্রভৃতির দ্রাবকরূপে।
● পচনশীল উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে ব্যবহার করা হয়।
● পরীক্ষাগারে বিকারক রূপে ব্যবহার করা হয়।
● কাপড় পরিষ্কার করার ড্রাই ওয়াসে ক্লোরোফর্ম ব্যবহার করা হয়।
০৫. ইথাইল অ্যালকোহলঃ
■ সংকেতঃ C2H5OH
■ প্রকৃতিঃ
● ইথাইল অ্যালকোহল মিষ্টি গন্ধ যুক্ত একটি বর্ণহীন উদ্বায়ী তরল।
● এটি একটি অ্যালিফেটিক যৌগ।
● এটি জলে দ্রাব্য।
■ ব্যবহারঃ
● গালা, রজন, রবার, সুগন্ধী দ্রব্য প্রভৃতি জৈব যৌগের দ্রাবক রূপে।
● টনিক ও জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হয়।
● বিভিন্ন রকম রং এবং বার্নিশ শিল্পে ব্যবহার হয়।
০৬. গ্লিসারল বা গ্লিসারিনঃ
■ সংকেতঃ C3H5(OH)3
■ প্রকৃতিঃ
● গ্লিসারল হলো অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর অ্যালিফেটিক যৌগ।
● গ্লিসারল বা গ্লিসারিন মিষ্টি স্বাদযুক্ত বর্ণহীন গাঢ় তরল।
■ ব্যবহারঃ
● জুতোর কালি, ছাপার কালি তৈরিতে ব্যবহৃত হয়।
● ডিনামাইটে বিস্ফোরক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়।
● প্রসাধন দ্রব্য, সাবান প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
০৭. ভিনিগারঃ
■ সংকেতঃ CH3COOH
■ প্রকৃতিঃ
● এটি তীব্র গন্ধযুক্ত বর্ণহীন তরল।
● এটি জলে দ্রাব্য।
■ ব্যবহারঃ
● মাছ-মাংস সংরক্ষণে ভিনিগার ব্যবহার করা হয়।
● সাদা রং প্রস্তুতিতে।
● সিটেট লবণ, অ্যাসপিরিন, সেলুলোজ অ্যাসিটেট জাতীয় প্লাস্টিক প্রভৃতি তৈরি করতে ব্যবহার হয়।
● রবার ঘন করতে ভিনিগার ব্যবহার করা হয়।
০৮. ন্যাপথালিনঃ
■ সংকেতঃ C10H8
■ প্রকৃতিঃ
● ন্যাপথালিন একটি বিশিষ্ট গন্ধযুক্ত চকচকে সাদা রঙের কেলাসিত কঠিন পদার্থ।
● এটি জলে অদ্রাব্য কিন্তু বেঞ্জিন, ইথার প্রভৃতি জৈব দ্রাবকে দ্রবীভূত হয়।
● এটি একটি উদ্বায়ী পদার্থ।
■ ব্যবহারঃ
● কীটনাশকরূপে ন্যাপথালিন ব্যবহৃত হয়ে থাকে।
● কাপড় ,সিল্ক কাগজ প্রভৃতির রং প্রস্তুতিতে ন্যাপথালিন ব্যবহার করা হয়।
০৯. ফেনলঃ
■ সংকেতঃ C6H5OH
■ প্রকৃতিঃ
● একটি অ্যারোমেটিক হাইড্রক্সি যৌগ।
● এটি মৃদু অম্লধর্মী।
■ ব্যবহারঃ
● ছত্রাক ধ্বংস করতে।
● পাইল, ফটোশিল্পে ব্যবহার করা হয়।
● গাছ সংরক্ষণকারী হিসেবে ব্যবহার করা হয়।
১০. ইউরিয়াঃ
■ সংকেতঃ (NH2)2CO
■ প্রকৃতিঃ
● ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন জৈব যৌগ।
● জলেতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত।
■ ব্যবহারঃ
● রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিডস্টক হিসেবে ব্যবহার করা হয়।
● শিল্প-কারখানায় ইউরিয়া থেকে ফরমালডিহাইড প্লাস্টিক, ঔষধপত্র ও সার প্রস্তত করা হয়ে থাকে।
● কালাজ্বরের ওষুধ, ঘুমের ওষুধ প্রস্তুত করতে।
পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Organic Compounds
Language : Bengali
Size : 0.6 mb
No. of Pages : 05
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment