Breaking



Tuesday 7 November 2023

শক্তির রূপান্তর PDF | Energy Transformation

শক্তির রূপান্তর PDF | শক্তির বিভিন্ন রূপ | Energy Transformation in Bengali

শক্তির রূপান্তর PDF | Energy Transformation
শক্তির রূপান্তর PDF | Energy Transformation
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে পদার্থবিদ্যার একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে শক্তির রূপান্তর PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে শক্তির রূপান্তর, রূপান্তরিত শক্তি এবং বিভিন্ন রূপান্তরিত শক্তির উদাহরণ সমূহের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে পোস্টটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য পোস্টটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

শক্তির রূপান্তর

শক্তির রূপান্তর রূপান্তরিত শক্তি উদাহরণ
যান্ত্রিক শক্তি তাপশক্তি হাতের তালু দুটি পরস্পর ঘষলে
যান্ত্রিক শক্তি শব্দশক্তি গিটার, সেতার, তবলা
যান্ত্রিক শক্তি তাপ ও আলোক শক্তি ছুরি, কাঁচি প্রভৃতি যন্ত্রে শাণ দেওয়া
যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি ডায়নামো যন্ত্র
যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তি লোহার দণ্ডকে চুম্বক দিয়ে বারবার ঘষলে
তাপশক্তি আলোক শক্তি বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে
তাপশক্তি বিদ্যুৎ শক্তি দুটি ভিন্ন ধাতুর জোড়ায় তাপ দিলে
তাপশক্তি শব্দশক্তি উত্তপ্ত কড়াইয়ে তেলের শব্দ
তাপশক্তি রাসায়নিক শক্তি চুনাপাথরকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়
তাপশক্তি যান্ত্রিক শক্তি পেট্রোল, ডিজেল, কয়লা প্রভৃতি পুড়িয়ে
আলোক শক্তি রাসায়নিক শক্তি উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া
আলোক শক্তি বিদ্যুৎ শক্তি সৌরকোশ
আলোক শক্তি তাপশক্তি সূর্যালোক শোষণ করে পৃথিবী পৃষ্ঠ গরম হয়ে ওঠে
শব্দশক্তি যান্ত্রিক শক্তি প্রচণ্ড শব্দে জানালার কাঁচ ভেঙে যাওয়া
শব্দশক্তি রাসায়নিক শক্তি অ্যাসিটিলিন গ্যাস বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেনে পরিণত হয়
শব্দশক্তি বিদ্যুৎ শক্তি মাইক্রোফোন, টেলিফোন, প্রেরকযন্ত্র
তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক পাখা
তড়িৎ শক্তি শব্দশক্তি টেলিফোন গ্রাহক যন্ত্র
তড়িৎ শক্তি আলোক শক্তি বৈদ্যুতিক বাল্ব
তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি তড়িৎ বিশ্লেষণের সময়
তড়িৎ শক্তি চৌম্বক শক্তি তড়িৎ চুম্বক
রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো
রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তি কাঠ, কয়লা, তেলের দহন
রাসায়নিক শক্তি শব্দশক্তি পটকা, বোমা, বারুদ প্রভৃতির বিস্ফোরণ
পারমাণবিক শক্তি তাপ, আলোক ও শব্দশক্তি পরমাণু বোমা বিস্ফোরণ
পারমাণবিক শক্তি তড়িৎ শক্তি পারমাণবিক চুল্লিতে পরমাণু কেন্দ্রকের বিভাজনে প্রচুর পরিমাণ তাপ পাওয়া যায়
পারমাণবিক শক্তি যান্ত্রিক শক্তি পারমাণবিক বোমার বিস্ফোরণে বিস্তীর্ণ এলাকার অট্টালিকা সম্পূর্ণ ধ্বংস হয়

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Energy Transformation
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment