Breaking







Friday, 25 February 2022

ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India

ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India

ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF | Length of the Coastline of India
ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপকূলরেখার দৈর্ঘ্য বা ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূল রেখা সমূহ ভারতের ভূগোলের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই আজকের পোস্টে ভারতের বিভিন্ন উপকূলরেখার দৈর্ঘ্য PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে ৯টি উপকূলবর্তী রাজ্য ও ৪টি উপকূলবর্তী কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ১৩টি উপকূল রেখা এবং তাদের দৈর্ঘ্যের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও এবং পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতের বিভিন্ন উপকূল রেখা সমূহ

উপকূল রেখা দৈর্ঘ্য
গুজরাট ১২১৪.৭ কিমি
অন্ধ্রপ্রদেশ ৯৭৩.৭ কিমি
তামিলনাড়ু ৯০৬.৯ কিমি
মহারাষ্ট্র ৬৫২.৬ কিমি
কেরালা ৫৬৯.৭ কিমি
ওড়িশা ৪৭৬.৪ কিমি
কর্ণাটক ২৮০ কিমি
পশ্চিমবঙ্গ ১৫৭.৫ কিমি
গোয়া ১০১ কিমি
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ১৯৬২ কিমি
লাক্ষাদ্বীপ ১৩২ কিমি
পুদুচেরি ৪৭.৬ কিমি
দমন ও দিউ ৪২.৫ কিমি
মোট ৭৫১৬.৬ কিমি

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপকূলরেখার দৈর্ঘ্য
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত ?
উত্তরঃ প্রায় ৭৫১৭ কিমি। 

প্রশ্নঃ  ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম ?
উত্তরঃ গুজরাট।

প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃ গোয়া।

প্রশ্নঃ ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোনটি ?
উত্তরঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

প্রশ্নঃ ভারতের মূল ভূখণ্ডের কত কিমি এলাকাজুড়ে উপকূল রেখা বিস্তৃত ?
উত্তরঃ ৬১০০ কিমি।

প্রশ্নঃ ভারতের উপকূলরেখা যুক্ত রাজ্যের সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৯টি।

No comments:

Post a Comment