পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF | Important Gulf of the World
পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
পৃথিবীর গুরুত্বপূর্ণ উপসাগর তালিকা এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে পৃথিবীর বিভিন্ন উপসাগর PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে পৃথিবীর গুরুত্বপূর্ণ উপসাগরগুলির নাম, সেগুলি কোন সমুদ্রের সাথে সংযোগ ও কোন দেশে অবস্থিত তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
পৃথিবীর বিভিন্ন উপসাগর
উপসাগর | সমুদ্রের সঙ্গে সংযোগ | দেশ |
---|---|---|
কচ্ছ উপসাগর | আরব সাগর | ভারত |
খাম্বাত উপসাগর | আরব সাগর | ভারত |
মান্নার উপসাগর | ভারত মহাসাগর | ভারত ও শ্রীলঙ্কা |
সেন্ট লরেন্স উপসাগর | উত্তর আটলান্টিক মহাসাগর | কানাডা |
ক্যালিফোর্নিয়া উপসাগর | প্রশান্ত মহাসাগর | মেক্সিকো |
পানামা উপসাগর | প্রশান্ত মহাসাগর | পানামা |
মেক্সিকো উপসাগর | আটলান্টিক মহাসাগর | মেক্সিকো ও আমেরিকা |
ওমান উপসাগর | আরব সাগর | ওমান ও ইরান |
আমুন্ডসেন উপসাগর | বিউফোর্ট সাগর | কানাডা |
অ্যাডেন উপসাগর | আরব সাগর | ইয়েমেন |
আলাস্কা উপসাগর | প্রশান্ত মহাসাগর | কানাডা ও USA |
মার্তাবান উপসাগর | বঙ্গোপসাগর | মায়ানমার |
কার্পেন্টারিয়া উপসাগর | আরাকুরা সাগর | অস্ট্রেলিয়া |
পাপুয়া উপসাগর | কোরাল সাগর | পাপুয়া নিউ গিনিয়া |
বোথনিয়া উপসাগর | বাল্টিক সাগর | সুইডেন ও ফিনল্যান্ড |
রিগা উপসাগর | বাল্টিক সাগর | এস্টোনিয়া ও ল্যাটভিয়া |
হন্ডুরাস উপসাগর | ক্যারিবিয়ান সাগর | মেক্সিকো |
লায়নস উপসাগর | ভূমধ্যসাগর | ফ্রান্স ও স্পেন |
ড্যারিয়েন উপসাগর | ক্যারিবিয়ান সাগর | পানামা ও ভেনিজুয়েলা |
অ্যাকাবা উপসাগর | লোহিত সাগর | মিশর ও ইজরায়েল |
জোসেফ বোনাপর্তে উপসাগর | ভারত মহাসাগর | পশ্চিম অস্ট্রেলিয়া |
তাতারি উপসাগর | জাপান সাগর | রাশিয়া |
গেবস উপসাগর | ভূমধ্যসাগর | লিবিয়া ও টিউনিশিয়া |
বো হাই উপসাগর | হলুদ সাগর | চীন |
সির্তে উপসাগর | ভূমধ্যসাগর | লিবিয়া |
স্যান জর্জ উপসাগর | দক্ষিণ আটলান্টিক মহাসাগর | আর্জেন্টিনা |
স্যান সার্তিয়াস উপসাগর | দক্ষিণ আটলান্টিক মহাসাগর | আর্জেন্টিনা |
গুয়ায়েকুইল উপসাগর | প্রশান্ত মহাসাগর | ইকুয়েডর ও পেরু |
থাইল্যান্ড উপসাগর | প্রশান্ত মহাসাগর | থাইল্যান্ড ও কম্বোডিয়া |
পারস্য উপসাগর | আরব সাগর | ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, UAE |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Important Gulf of the World
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment