বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ PDF | First Satellite of Countries
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন দেশের নাম ও সেই দেশের প্রথম উৎক্ষেপিত কৃত্রিম উপগ্রহের নামের একটি সুন্দর তালিকাটি দেওয়া আছে।
ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ? বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ? আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ? ইত্যাদি প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ
দেশ | প্রথম কৃত্রিম উপগ্রহ |
---|---|
ভারত | আর্যভট্ট |
বাংলাদেশ | বঙ্গবন্ধু-১ |
পাকিস্তান | Badr-1 |
ফ্রান্স | Asterix |
আমেরিকা | Explorer 1 |
চীন | Dongfanghong I |
ব্রাজিল | Brasilsat A1 |
ইতালি | San Marco 1 |
জাপান | Ohsumi |
স্পেন | Intasat |
ইন্দোনেশিয়া | Palapa A1 |
কানাডা | Alouette 1 |
অস্ট্রেলিয়া | WRESAT |
ব্রিটেন | Ariel 1 |
সোভিয়েত ইউনিয়ন | Sputnik 1 |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : First Satellite of Countries
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment