Breaking



Wednesday 3 November 2021

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম PDF | Cover of Organs in Human Body

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম PDF | Cover of Organs in Human Body

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম PDF
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম জীবন বিজ্ঞানের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণীর নাম PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে মানবদেহের বিভিন্ন অঙ্গ ও তার আবরণীর একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং তালিকাটি ভালো করে দেখে নাও ও পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

মানবদেহের বিভিন্ন অঙ্গের আবরণী

অঙ্গের নাম আবরণীর নাম
ফুসফুস প্লুরা
হৃদপিণ্ড পেরিকার্ডিয়াম
মস্তিষ্ক মেনিনজেস
সুষুম্নাকাণ্ড মেনিনজেস
বৃক্ক রেনাল ক্যাপসুল
ক্রোমোজোম পেলিকল
যকৃৎ গ্লিসনস ক্যাপসুল
তরুণাস্থি পেরিকন্ড্রিয়াম
কোষ গহ্বর টনোপ্লাস্ট
পেশি সারকোলেমা
অস্থি (ভিতর) এন্ডোস্টিয়াম
অস্থি (বাহির) পেরিঅস্টিয়াম

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Cover of Organs in Human Body
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে বিভিন্ন অঙ্গের আবরণীঃ

প্রশ্নঃ ফুসফুসের আবরণীর নাম কি ?
উত্তরঃ প্লুরা।

প্রশ্নঃ হৃদপিন্ডের আবরণীর নাম কি ?
উত্তরঃ পেরিকার্ডিয়াম।

প্রশ্নঃ মস্তিষ্কের আবরণীর নাম কি ?
উত্তরঃ মেনিনজেস।

প্রশ্নঃ মেনিনজেস কিসের আবরণীর নাম ?
উত্তরঃ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের।

প্রশ্নঃ বৃক্কের পর্দা বা আবরণীর নাম কি ?
উত্তরঃ রেনাল ক্যাপসুল।

প্রশ্নঃ ক্রোমোজোমের আবরণীর নাম কি ?
উত্তরঃ পেলিকল।

প্রশ্নঃ যকৃতের আবরণীর নাম কি ?
উত্তরঃ গ্লিসনস ক্যাপসুল।

প্রশ্নঃ পেশির আবরণীকে কী বলে ?
উত্তরঃ সারকোলেমা।

প্রশ্নঃ অস্থির ভেতরের আবরণীর নাম কি ?
উত্তরঃ এন্ডোস্টিয়াম।

প্রশ্নঃ অস্থির বাইরের আবরণীর নাম কি ?
উত্তরঃ পেরিঅস্টিয়াম।

No comments:

Post a Comment