Breaking



Friday 9 June 2023

বিভিন্ন শ্রেণির পর্বত PDF | Types of Mountains

বিভিন্ন শ্রেণির পর্বত PDF | Types of Mountains

বিভিন্ন শ্রেণির পর্বত PDF | Types of Mountains
বিভিন্ন শ্রেণির পর্বত PDF | Types of Mountains
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন শ্রেণির পর্বতের উদাহরণ, সংজ্ঞা ও পর্বতের শ্রেনিবিভাগ ভূগোলের এই টপিকগুলি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন শ্রেণির পর্বত PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে পর্বতের শ্রেনিবিভাগ, বিভিন্ন শ্রেণির পর্বতের সংজ্ঞা ও বিভিন্ন শ্রেণির পর্বতের উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে।

বিভিন্ন শ্রেণির পর্বত

▣ পর্বতের সংজ্ঞাঃ 
ভূ-পৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। ভূ-পৃষ্ঠের ১২% এলাকা পার্বত্য অঞ্চলের অন্তর্গত।

▣ পর্বতের শ্রেণিবিভাগঃ 
উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বতকে চারটি ভাগে ভাগ করা যায়। যথাঃ 
ভঙ্গিল পর্বত
স্তূপ পর্বত
আগ্নেয় পর্বত
ক্ষয়জাত পর্বত

❏ ভঙ্গিল পর্বতঃ
অন্তর্বর্তী বলের পার্শ্বচাপের ফলে তৈরি হওয়া পর্বতকে ভঙ্গিল পর্বত বলে। চার ধরণের পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সবচেয়ে জটিল। এই ধরণের পর্বতের বিস্তার অন্যান্য ধরণের পর্বতের চাইতে বেশি।  

■ ভঙ্গিল পর্বতের শ্রেণিবিভাগঃ 
বয়সের ভিত্তিতে ভঙ্গিল পর্বতকে তিনটি ভাগে ভাগ করা যায়।  যথাঃ 
নবীন ভঙ্গিল পর্বত
পরিণত ভঙ্গিল পর্বত
প্রাচীন ভঙ্গিল পর্বত

● নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণঃ
এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস প্রভৃতি। 

● পরিণত ভঙ্গিল পর্বতের উদাহরণঃ
পেন্নাইন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান, দক্ষিণ আফ্রিকার কেপ প্রভৃতি।

● প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণঃ 
ভারতের আরাবল্লী ও মহাদেও, রাশিয়ার সায়ন ও স্তানোভাই প্রভৃতি। 

❏ স্তূপ পর্বতঃ
বিস্তৃত উচ্চ ভূমিভাগ যা ভূ-আলোড়নের ফলে দুটি চ্যুতির মধ্যবর্তী ভূ-ভাগ উপরে উঠে বা নীচে নেমে যাবার ফলে যে পর্বত সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। 

উদাহরণঃ 
ভারতের সাতপুরা, পূর্ব আফ্রিকার গ্রস্থ উপত্যকা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। 

❏ আগ্নেয় পর্বতঃ
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভূ-অভ্যন্তর ভাগ থেকে যে সকল পদার্থ বেরিয়ে আসে যেমন- লাভা, ছাই, ধূলিকণা প্রভৃতি জমে ও ঠাণ্ডা হয়ে যে শিলাস্তূপের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে।  

উদাহরণঃ 
জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপের মওনালোয়ো, ভারতের ব্যারেন ও নারকোন্ডাম, ইতালির ভিসুভিসায়, ফিলিপাইনের মাউন্ট মায়ন প্রভৃতি।

❏ ক্ষয়জাত পর্বতঃ
মালভূমির ক্ষয়ের ফলে এবং উচ্চ সমভূমির ক্ষয়ের ফলে যে পর্বত তৈরি হয় তাকে ক্ষয়জাত পর্বত বলে।

উদাহরণঃ 
ভারতের নীলগিরি, পরেশনাথ, পূর্বঘাট, পশ্চিমঘাট, শুশুনিয়া প্রভৃতি।

পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Types of Mountains
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment