বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF | Fruits and their Edible Parts
| বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জীববিজ্ঞানের একটি উল্লেখযোগ্য টপিক হিসাবে বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে বিভিন্ন প্রকার ফল ও তাদের ভক্ষিত অংশ বা ভোজ্য অংশ বা খাদ্যযোগ্য অংশ এর একটি তালিকা দেওয়া আছে।
সুতরাং সময় অপচয় না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও ও অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন প্রকার ফলের ভোজ্য অংশ
| ফল | ফলের ধরণ | ভোজ্য অংশ |
|---|---|---|
| আম | ড্রুপ | মেসোকার্প |
| আনারস | সোরোসিস | বৃত্তি |
| তরমুজ | পেপো | মেসোকার্প, এন্ডোকার্প |
| শসা | পেপো | মেসোকার্প, এন্ডোকার্প, বীজ |
| পেঁপে | বেরি | মেসোকার্প |
| আপেল | পোম | থ্যালামাস |
| খেজুর | বেরি | পেরিকার্প |
| কলা | বেরি | মেসোকার্প |
| পেয়ারা | বেরি | থ্যালামাস, পেরিকার্প, প্ল্যাকোন্টা |
| আঙুর | বেরি | পেরিকার্প ও অমরা |
| নারকেল | ড্রুপ | এন্ডোস্পার্ম |
| কয়েতবেল | অ্যাম্পিসারিয়া | শাঁসালো এন্ডোকার্প ও অমরা |
| কাজু | নাট | কোটাইলেডন এবং পেডানকল |
| বাদাম | লোমেন্টাম | বীজ/কোটাইলেন্ডস |
| কাঁঠাল | সোরোসিস | বৃত্তি, বীজ ও পেরিয়ান্থ |
| কমলালেবু | হেসপেরিডিয়াম | রসালো অমরা |
| স্ট্রবেরি | এটারিও অ্যাকিন | মাংসল থ্যালামাস |
| লিচু | নাট | আরিল |
| ন্যাসপাতি | পোম | মাংসল থ্যালামাস |
| ডুমুর | সাইকোনাস | মাংসল থ্যালামাস |
| ধান | শ্বেতসার যুক্ত | ক্যারিওপমিস এন্ডোস্পার্ম |
| গম | শ্বেতসার যুক্ত | এমব্রায়ো ও এন্ডোস্পার্ম |
| ভুট্টা | শ্বেতসার যুক্ত | ক্যারিওপমিস এন্ডোস্পার্ম |
| ছোলা | লেগিউম | বীজপত্র |
| মটর | লেগিউম | বীজপত্র |
| টমেটো | বেরি | পেরিকার্প, মেসোকার্প ও এন্ডোকার্প |
| সরিষা | সিলিকূয়া | বীজ |
| আতা | এটারিও অব বেরিস | পেরিকার্প |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Fruits and their Edible Parts
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment