ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF | Valleys In India
| ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা ভারতের ভূগোল বিষয়ের এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান PDF টি শেয়ার করলাম।
যেটির মধ্যে খুব সুন্দর ও সারিবদ্ধভাবে ভারতের গুরুত্বপূর্ণ উপত্যকা ও তাদের অবস্থানের তালিকা উপস্থাপন করা আছে। তাই দেরী না করে তালিকাটি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন উপত্যকা ও তার অবস্থান
| উপত্যকা | অবস্থান |
|---|---|
| নেওড়া | পশ্চিমবঙ্গ |
| সাইলেন্ট | কেরালা |
| আরাকু | অন্ধ্রপ্রদেশ |
| ইয়ামথাং | সিকিম |
| শারাভাথি | কর্ণাটক |
| জিরো | অরুণাচল প্রদেশ |
| বরাক | আসাম |
| কুম্বম | তামিলনাড়ু |
| ভ্যালি অফ ফ্লাওয়ার্স | উত্তরাখণ্ড |
| নিতি | উত্তরাখণ্ড |
| জোহার | উত্তরাখণ্ড |
| সাউর | উত্তরাখণ্ড |
| টোনস | উত্তরাখণ্ড |
| সাংলা | হিমাচল প্রদেশ |
| ছাম্বা | হিমাচল প্রদেশ |
| পিন | হিমাচল প্রদেশ |
| লাহুল | হিমাচল প্রদেশ |
| কাংড়া | হিমাচল প্রদেশ |
| স্পিতি | হিমাচল প্রদেশ |
| কুলু | হিমাচল প্রদেশ |
| নুব্রা | লাদাখ |
| মার্খা | লাদাখ |
| জুকোউ | নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে |
| দামোদর | ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ |
| চুম্বি | সিকিম, ভুটান ও চীনের সীমান্তে |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Valleys In India
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
■ প্রশ্নোত্তরে ভারতের বিভিন্ন উপত্যকাঃ
প্রশ্নঃ নেওড়া উপত্যকা (Neora Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।
প্রশ্নঃ সাইলেন্ট উপত্যকা (Silent Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ কেরালা।
প্রশ্নঃ আরাকু উপত্যকা (Araku Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
প্রশ্নঃ ইয়ামথাং উপত্যকা (Yumthang Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিকিম।
প্রশ্নঃ শারাভাথি উপত্যকা (Sharavathi Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
প্রশ্নঃ জিরো উপত্যকা (Ziro Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ অরুণাচল প্রদেশ।
প্রশ্নঃ বরাক উপত্যকা (Barak Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ আসাম।
প্রশ্নঃ কুম্বম উপত্যকা (Cumbum Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু।
প্রশ্নঃ ভ্যালি অফ ফ্লাওয়ার্স (Valley of Flowers) কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড।
প্রশ্নঃ জোহার উপত্যকা (Johar Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরাখণ্ড।
প্রশ্নঃ সাংলা উপত্যকা (Sangla Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
প্রশ্নঃ কাংড়া উপত্যকা (Kangra Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ
প্রশ্নঃ স্পিতি উপত্যকা (Spiti Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
প্রশ্নঃ পিন উপত্যকা (Pin Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ হিমাচল প্রদেশ।
প্রশ্নঃ নুব্রা উপত্যকা (Nubra Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাদাখ।
প্রশ্নঃ মার্খা উপত্যকা (Markha Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাদাখ।
প্রশ্নঃ জুকোউ (Dzukou Valley) উপত্যকা কোথায় অবস্থিত ?
উত্তরঃ নাগাল্যান্ড ও মণিপুর সীমান্তে।
প্রশ্নঃ দামোদর উপত্যকা (Damodar Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।
প্রশ্নঃ চুম্বি উপত্যকা (Chumbi Valley) কোথায় অবস্থিত ?
উত্তরঃ সিকিম, ভুটান ও চীনের সীমান্তে।
No comments:
Post a Comment