Breaking



Friday 18 February 2022

কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত PDF | Rivers in India - Touching States

কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত PDF | Rivers in India - Touching States

কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত PDF | Rivers in India - Touching States
কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
কোন নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বা বয়ে গেছে ভারতের নদ-নদীর এই উল্লেখযোগ্য টপিকটি থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাই আজ কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত PDF টি শেয়ার করলাম।

যার মধ্যে ভারতের কোন নদী কোন কোন রাজ্য স্পর্শ করেছে বা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি দেখে নাও ও নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।

কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত

নদী স্পর্শ রাজ্য
গঙ্গা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
যমুনা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লী
গোদাবরী মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ
কৃষ্ণা মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ
গণ্ডকী মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার
শোন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার
নর্মদা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট
তাপ্তি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট
ভীমা মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা
সুবর্ণরেখা ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ
ইন্দ্রবতী ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র
তুঙ্গভদ্রা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা
সিন্ধু জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব
ঘর্ঘরা হিমাচলপ্রদেশ, রাজস্থান
ব্রহ্মপুত্র আসাম, অরুণাচল প্রদেশ
মহানদী ছত্তিশগড়, ওড়িশা
গোমতী উত্তরপ্রদেশ, গুজরাট
বেতয়া মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ
শতদ্রু হিমাচলপ্রদেশ, পাঞ্জাব
রবি হিমাচলপ্রদেশ, পাঞ্জাব
বিপাশা হিমাচলপ্রদেশ, পাঞ্জাব
চেনাব হিমাচলপ্রদেশ, পাঞ্জাব
ঝিলাম পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর
কাবেরী কর্ণাটক, তামিলনাড়ু
দামোদর ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ
মহানন্দা পশ্চিমবঙ্গ, বিহার
তিস্তা সিকিম, পশ্চিমবঙ্গ
বেনাস রাজস্থান, উত্তরপ্রদেশ
পেরিয়ার কেরালা, তামিলনাড়ু
শারদা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ
পেন্না অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক
মাহী মধ্যপ্রদেশ
ভাগীরথী উত্তরাখণ্ড
অলকানন্দা উত্তরাখণ্ড
ভাইগাই তামিলনাড়ু
ব্রাহ্মণী ওড়িশা
কোশী বিহার
হুগলী পশ্চিমবঙ্গ

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Rivers in India - Touching States
Language : Bengali
Size : 0.3 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


1 comment: