Breaking



Thursday 11 November 2021

ভারতের জাতীয় বিষয় সমূহ PDF | National Symbols of India

ভারতের জাতীয় বিষয় সমূহ PDF | National Symbols of India

ভারতের জাতীয় বিষয় সমূহ PDF | National Symbols of India
ভারতের জাতীয় বিষয় সমূহ PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতের জাতীয় বিষয় এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রায়শই প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ভারতের জাতীয় বিষয় সমূহ PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে ভারতের কিছু জাতীয় বিষয় সমূহ প্রশ্নের আকারে দেওয়া আছে। সুতরাং দেরী না করে প্রশ্নগুলি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের জাতীয় বিষয়

০১. ভারতের জাতীয় প্রতীক কী ?
উত্তরঃ অশোক স্তম্ভ।

০২. ভারতের জাতীয় সংগীত কী ?
উত্তরঃ জনগণমন অধিনায়ক।

০৩. ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কী ?
উত্তরঃ বন্দে মাতরম।

০৪. ভারতের জাতীয় গাছ কী ?
উত্তরঃ বট গাছ।

০৫. ভারতের জাতীয় ফুল কী ?
উত্তরঃ পদ্ম।

০৬. ভারতের জাতীয় ফল কী ?
উত্তরঃ আম।

০৭. ভারতের জাতীয় পশু কী ?
উত্তরঃ রয়্যাল বেঙ্গল টাইগার।

০৮. ভারতের জাতীয় পাখি কী ?
উত্তরঃ ময়ূর।

০৯. ভারতের জাতীয় ধ্বনি কী ?
উত্তরঃ জয় হিন্দ।

১০. ভারতের জাতীয় বাণী কী ? 
উত্তরঃ সত্যমেব জয়তে।

১১. ভারতের জাতীয় লজ্জা কী ?
উত্তরঃ অস্পৃশ্যতা।

১২. ভারতের জাতির জনক কাকে বলা হয় ?
উত্তরঃ মহাত্মা গান্ধীকে।

১৩. ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি ?
উত্তরঃ নদীর শুশুক।

১৪. ভারতের জাতীয় নদী কোনটি ?
উত্তরঃ গঙ্গা।

১৫. ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু কোনটি ?
উত্তরঃ হাতি।

১৬. ভারতের জাতীয় মুদ্রা কোনটি ?
উত্তরঃ ভারতীয় রুপি।

১৭. ভারতের জাতীয় পানীয় কী ?
উত্তরঃ চা।

১৮. ভারতের জাতীয় জীবাণু কী ?
উত্তরঃ ল্যাকটোব্যাসিলাস বুলগারিকাস।

১৯. ভারতের জাতীয় নীতি বাক্য কী ?
উত্তরঃ সত্যমেব জয়তে।

প্রশ্নগুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : National Symbols of India
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment