Breaking



Sunday 3 March 2024

ভারতের পাখিরালয় তালিকা PDF | পক্ষী অভয়ারণ্য

ভারতের বিভিন্ন পাখিরালয় তালিকা PDF | List of Bird Sanctuaries in India PDF in Bengali

ভারতের বিভিন্ন পাখিরালয় তালিকা PDF | List of Bird Sanctuaries in India PDF in Bengali
ভারতের পাখিরালয় তালিকা PDF | পক্ষী অভয়ারণ্য
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের পাখিরালয় তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য পখিরালয় বা পক্ষী সংরক্ষণ কেন্দ্রের নাম এবং সেটি কোন রাজ্যে অবস্থিত তার তালিকা দেওয়া আছে।

বিভিন্ন পরীক্ষাতে কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত? ভরতপুর পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন এসে থাকে। সুতরাং তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

নিরুপদ্রব শান্ত পরিবেশ বা জলাশয় সংলগ্ন স্থানে যেখানে পাখিদের বসবাসের অনুকূল পরিবেশ সৃষ্টি করে বিভিন্ন ধরনের পাখিদের প্রজাতি সংরক্ষণের ব্যবস্থা করা হয়, তাকেই পাখিরালয় বা পক্ষী অভয়ারণ্য বলে।

ভারতের বিভিন্ন পখিরালয়

পখিরালয় রাজ্য
কোলেরু পখিরালয় অন্ধ্রপ্রদেশ
নেলাপাত্তু পখিরালয়
পুলিকট লেক পখিরালয়
কৌনদিন্যা পখিরালয়
উপ্পালাপাদু পখিরালয়
খিজারিয়া পখিরালয় গুজরাট
নল সরোবর পখিরালয়
পোরবন্দর পখিরালয়
আত্তিভেরি পখিরালয় কর্ণাটক
বোনাল পখিরালয়
গুরভি পখিরালয়
মাগারি পখিরালয়
রাঙ্গনাথিট্টু পখিরালয়
ঘাটপ্রভা পখিরালয়
কাদালুন্দি পখিরালয় কেরালা
কুমারাকম পখিরালয়
মাঙ্গালাভানম পখিরালয়
থাত্তেকার পখিরালয়
মায়ানি পখিরালয় মহারাষ্ট্র
কারনালা পখিরালয়
চিত্রাঙ্গুরি পখিরালয় তামিলনাড়ু
কাঞ্জিরানকুলাম পখিরালয়
কুথানকুলাম পখিরালয়
সুচিন্দ্রম তেরুর পখিরালয়
বেদানথাঙ্গাল পখিরালয়
ভেল্লোর পখিরালয়
ভেট্টানগুড়ি পখিরালয়
নবাবগঞ্জ পখিরালয় উত্তরপ্রদেশ
পাটনা পখিরালয়
সান্দি পখিরালয়
ওখলা পখিরালয়
চিন্তামণি কর পখিরালয় পশ্চিমবঙ্গ
কুলিক পখিরালয়
রসিকবিল পখিরালয়
ঘানা পখিরালয় রাজস্থান
ভরতপুর পখিরালয়
নলবানা পখিরালয় ওড়িশা
চিল্কা লেক পখিরালয়
হরিকা লেক পখিরালয় পাঞ্জাব
কিতাম পখিরালয় সিকিম
আসান ব্যারেজ পখিরালয় উত্তরাখণ্ড
উধুয়া লেক পখিরালয় ঝাড়খণ্ড
সেলিম আলী পখিরালয় গোয়া
নাগি ড্যাম পখিরালয় বিহার
নজফগড় ড্রেইন পখিরালয় দিল্লী

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

No comments:

Post a Comment