Breaking



Tuesday 27 February 2024

2024 ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF | ভারতের টাইগার রিজার্ভ

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা 2024 PDF | ভারতের টাইগার রিজার্ভ তালিকা | Tiger Reserves In India 2024 List in Bengali PDF

ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা 2024 PDF | ভারতের টাইগার রিজার্ভ তালিকা | Tiger Reserves In India 2024 List in Bengali PDF
2024 ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF | ভারতের টাইগার রিজার্ভ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা 2024 PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত টাইগার রিজার্ভ বা বাঘ সংরক্ষণ কেন্দ্রের নাম এবং অবস্থান তালিকাকারে দেওয়া আছে। বর্তমানে ভারতের ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি? ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্পের নাম কি? বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে।

ব্যাঘ্র প্রকল্প ১৯৭২ সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। ১৯৭৩ সালের ১লা এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয় এবং পরবর্তীকালে সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে পরিণত হয়। সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন জৈবভৌগোলিক ক্ষেত্রে স্থাপিত বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণাগারে বাঘ সংরক্ষণ করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য।

বর্তমানে ভারতে মোট ৫৫টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে। অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীশৈলম টাইগার রিজার্ভ হল ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার এবং মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ হল ভারতের ক্ষুদ্রতম বাঘ সংরক্ষণাগার।

ভারতের টাইগার রিজার্ভের তালিকা

নং ব্যাঘ্র প্রকল্প অবস্থান
বন্দীপুর কর্ণাটক
করবেট উত্তরাখণ্ড
কানহা মধ্যপ্রদেশ
মানস আসাম
মেলঘাট মহারাষ্ট্র
পালামৌ ঝাড়খণ্ড
রণথম্বোর রাজস্থান
সিমলিপাল ওড়িশা
সুন্দরবন পশ্চিমবঙ্গ
১০ পেরিয়ার কেরালা
১১ সরিস্কা রাজস্থান
১২ বক্সা পশ্চিমবঙ্গ
১৩ ইন্দ্রাবতী ছত্তিশগড়
১৪ নামদাফা অরুণাচল প্রদেশ
১৫ নাগার্জুনসাগর শ্রীশৈলম অন্ধ্রপ্রদেশ
১৬ দুধওয়া উত্তরপ্রদেশ
১৭ কালাকাদ-মুন্দনথুরাই তামিলনাড়ু
১৮ বাল্মীকি বিহার
১৯ পেঞ্চ মধ্যপ্রদেশ
২০ তাডোবা আন্ধারী মহারাষ্ট্র
২১ বান্ধবগড় মধ্যপ্রদেশ
২২ পান্না মধ্যপ্রদেশ
২৩ দাম্পা মিজোরাম
২৪ ভদ্রা কর্ণাটক
২৫ পেঞ্চ মহারাষ্ট্র
২৬ পাক্কে অরুণাচল প্রদেশ
২৭ নামেরি আসাম
২৮ সাতপুরা মধ্যপ্রদেশ
২৯ আনামালাই তামিলনাড়ু
৩০ উদন্তি সীতানাদি ছত্তিশগড়
৩১ সাতকোশিয়া ওড়িশা
৩২ কাজিরাঙ্গা আসাম
৩৩ অচনকমার ছত্তিশগড়
৩৪ কালি কর্ণাটক
৩৫ সঞ্জয় ডুব্রি মধ্যপ্রদেশ
৩৬ মুদুমালাই তামিলনাড়ু
৩৭ নাগরহোল কর্ণাটক
৩৮ পারম্বিকুলাম কেরালা
৩৯ সহ্যাদ্রি মহারাষ্ট্র
৪০ বিলিগিরি রঙ্গনাথ মন্দির কর্ণাটক
৪১ কাওয়াল তেলেঙ্গানা
৪২ সত্যমঙ্গলম তামিলনাড়ু
৪৩ মুকুন্দ্র হিল রাজস্থান
৪৪ নভেগাঁও-নাগজিরা মহারাষ্ট্র
৪৫ অমরাবাদ তেলেঙ্গানা
৪৬ পিলিভীত উত্তরপ্রদেশ
৪৭ বোর মহারাষ্ট্র
৪৮ রাজাজী উত্তরাখণ্ড
৪৯ ওরাং আসাম
৫০ কামলাং অরুণাচল প্রদেশ
৫১ শ্রীভিলিপুথুর মেগামালাই তামিলনাড়ু
৫২ রামগড় বিষধরী অভয়ারণ্য রাজস্থান
৫৩ রানীপুর টাইগার রিজার্ভ উত্তরপ্রদেশ
৫৪ বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ
৫৫ ধোলপুর-কারৌলি টাইগার রিজার্ভ রাজস্থান

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Tiger Reserves In India 2024
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


Important Questions ::

■ ব্যাঘ্র প্রকল্প কি?
উত্তরঃ ব্যাঘ্র প্রকল্প ১৯৭২ সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প।  ১৯৭৩ সালের ১লা এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয় এবং পরবর্তীকালে সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে পরিণত হয়।

■ ভারতের ব্যাঘ্র প্রকল্প কত সালে চালু হয়?
উত্তরঃ ১৯৭৩ সালের ১লা এপ্রিল।

■ ভারতে কয়টি ব্যাঘ্র প্রকল্প আছে?
উত্তরঃ ৫৫টি।

■ ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি?  
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীশৈলম টাইগার রিজার্ভ হল ভারতের বৃহত্তম বাঘ সংরক্ষণাগার।

■ ভারতের ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি?  
উত্তরঃ মহারাষ্ট্রের বোর টাইগার রিজার্ভ হল ভারতের ক্ষুদ্রতম বাঘ সংরক্ষণাগার।

■ পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প কোথায় কোথায় আছে? 
উত্তরঃ পশ্চিমবঙ্গে মোট ২টি ব্যাঘ্র প্রকল্প আছে - বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প।

■ ভারতের 53 তম টাইগার রিজার্ভ কোনটি? 
উত্তরঃ উত্তরপ্রদেশের রানীপুর টাইগার রিজার্ভ। 

■ রাজস্থানে কয়টি টাইগার রিজার্ভ আছে? 
উত্তরঃ ৫টি।

■ ভারতের কোন রাজ্যে সর্বাধিক বাঘ সংরক্ষণ আছে?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

■ কোন রাজ্যটি 'টাইগার স্টেট' নামে পরিচিত?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

■ পালামৌ টাইগার রিজার্ভ ভারতের কোথায় অবস্থিত?
উত্তরঃ ঝাড়খণ্ড।

No comments:

Post a Comment