জিকে প্রশ্নোত্তর | GK Album Part-174
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-174 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-174
■ কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয় ?
উত্তরঃ ১৯৫১ সালে।
■ ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরী অবস্থার কথা বলা হয়েছে ?
উত্তরঃ তিন প্রকার।
■ ভারতের সর্বোচ্চ সাহসী সম্মান কোনটি ?
উত্তরঃ পরমবীর চক্র।
■ জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ সাহিত্য।
■ দিল্লীর সিংহাসনের একমাত্র নারী শাসকের নাম কী ছিল ?
উত্তরঃ সুলতানা রাজিয়া।
■ মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ?
উত্তরঃ জুনা খাঁ।
■ কোন ছবি প্রথম ফিল্ম ফেয়ার পুরস্কার পায় ?
উত্তরঃ দো বিঘা জমিন।
■ টাইটানিক ছবির পরিচালক কে ?
উত্তরঃ জেমস ক্যামেরুন।
■ জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৫২ সালে।
■ ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ HDFC Bank.
আগের পর্বঃ
No comments:
Post a Comment