জিকে প্রশ্নোত্তর | GK Album Part-173
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-173 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-173
■ ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে ?
উত্তরঃ ব্যাঙ্গালোর।
■ পাখির পায়ের ন্যায় ব-দ্বীপ কোথায় দেখা যায় ?
উত্তরঃ কৃষ্ণা নদীতে।
■ ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে ?
উত্তরঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
■ ফ্লোরিকালচার কোন চাষ সম্পর্কিত বিদ্যা ?
উত্তরঃ ফুল।
■ পেরিয়ার জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরালা।
■ আবোল তাবোল কার রচনা ?
উত্তরঃ সুকুমার রায়।
■ হরপ্পার কোথায় ধান উৎপন্ন হত ?
উত্তরঃ লোথাল।
■ এ হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে ?
উত্তরঃ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
■ সোনাইরূপা অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ অসম।
■ ফাদার অফ মেডিসিন কাকে বলা হয় ?
উত্তরঃ হিপোক্রেটিস।
আগের পর্বঃ
No comments:
Post a Comment