জিকে প্রশ্নোত্তর | GK Album Part-172
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-172 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-172
■ National Broadcasting Day পালন করা হয় কবে ?
উত্তরঃ ২৩শে জুলাই।
■ শেরশাহের প্রকৃত নাম কী ?
উত্তরঃ ফরিদ খাঁ।
■ শিখ ধর্মের পঞ্চম গুরু কে ছিলেন ?
উত্তরঃ গুরু অর্জুন দেব।
■ দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর।
■ কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয় ?
উত্তরঃ ১৯২৯ সালে।
■ ভারতে GST কবে থেকে চালু হয় ?
উত্তরঃ ২০১৭ সালে।
■ আনামুদি শোলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কেরালা।
■ ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয় ?
উত্তরঃ আকবর।
■ তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন ?
উত্তরঃ আকবর।
■ ১৯০৫ সালের কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে হয়েছিলেন ?
উত্তরঃ গোপাল কৃষ্ণ গোখলে।
আগের পর্বঃ
No comments:
Post a Comment