জিকে প্রশ্নোত্তর | GK Album Part-171
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-171 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-171
■ সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত সালে ?
উত্তরঃ ১৯২২ সালে।
■ সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় ?
উত্তরঃ ৪৪তম।
■ বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৮৫ সালে।
■ ‘শের-ই বঙ্গাল’ কার উপাধি ছিল ?
উত্তরঃ ফজলুল হক।
■ লক্ষ্ণৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯১৬ সালে।
■ ‘হাইপেরিয়ন’ কোন গ্রহের উপগ্রহ ?
উত্তরঃ শনি।
■ ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ সাহিত্য।
■ গাজী মালিক নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন তুঘলক।
■ ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ ছত্তিশগড়।
■ Origin of Species বইটি কার লেখা ?
উত্তরঃ ডারউইন।
আগের পর্বঃ
No comments:
Post a Comment