জিকে প্রশ্নোত্তর | GK Album Part-161
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-161 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-161
■ দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় ?
উত্তরঃ মহাপদ্ম নন্দ।
■ রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
উত্তরঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
■ নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত।
■ জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
■ কিউই কোন দেশের জাতীয় প্রতীক ?
উত্তরঃ নিউজিল্যান্ড।
■ প্রধানমন্ত্রী হতে হলে সর্বনিম্ন বয়স কত হতে হবে ?
উত্তরঃ ২৫ বছর।
■ Three Musician ছবিটি কার আঁকা ?
উত্তরঃ পাবলো পিকাসো।
■ লবঙ্গ দ্বীপ নামে পরিচিত কোনটি ?
উত্তরঃ জাঞ্জিবার।
■ ফ্যাদোমিটার যন্ত্রদ্বারা কি মাপা হয় ?
উত্তরঃ সমুদ্রের গভীরতা।
■ শিবাজী স্টেডিয়াম (হকি) কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউ দিল্লী।
আগের পর্বঃ
No comments:
Post a Comment