জিকে প্রশ্নোত্তর | GK Album Part-160
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-160 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-160
■ মহাত্মা গান্ধী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছিল ?
উত্তরঃ গঙ্গা।
■ দাবানলের দেশ কাকে বলে ?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
■ গণেশ জননী ছবিটি কার আঁকা ?
উত্তরঃ যামিনী রায়।
■ ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে ?
উত্তরঃ আমেরিকা।
■ ভারতের সংসদ ভবনটির উদ্বোধন করেন কে ?
উত্তরঃ লর্ড আরউইন।
■ ধ্যানচাঁদ পুরস্কার দেওয়ার সূচনা হয় কত সালে ?
উত্তরঃ ২০০২ সাল।
■ প্রথম কমনওয়েলথ কবে আয়োজিত হয় ?
উত্তরঃ ১৯৩০ সালে।
■ ভারতের ভাতের থালা কোন অঞ্চলকে বলা হয় ?
উত্তরঃ কৃষ্ণা-গােদাবরী বদ্বীপ অঞ্চল।
■ চুখা জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত ?
উত্তরঃ ভুটান।
■ মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম।
আগের পর্বঃ
No comments:
Post a Comment