Breaking







Tuesday, 24 August 2021

ভারতের বিভিন্ন হ্রদ PDF | Lakes of India

ভারতের বিভিন্ন হ্রদ PDF | Lakes of India

ভারতের বিভিন্ন হ্রদ PDF | Lakes of India
ভারতের বিভিন্ন হ্রদ PDF
কলম 
নমস্কার বন্ধুরা,
ভারতের বিভিন্ন হ্রদ, প্রকৃতি ও অবস্থান ভূগোলের এই টপিক থেকে চাকরির পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন এসে থাকে, আর তাই আজ ভারতের বিভিন্ন হ্রদ PDF টি শেয়ার করলাম। যার মধ্যে ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ ও তাদের অবস্থান এবং সেটি কি প্রকৃতির বা কি ধরণের তা সুন্দরভাবে উল্লেখিত আছে।

সুতরাং দেরী না করে একনজরে দেখে নাও ভারতের বিভিন্ন হ্রদ এর সাধারণ কিছু তথ্য এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে ভারতের বিভিন্ন হ্রদ PDFটি সংগ্রহ করে নাও।

ভারতের বিভিন্ন হ্রদ

হ্রদ প্রকৃতি অবস্থান
চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ ওড়িশা
ভেম্বানদ হ্রদ লবণাক্ত জলের হ্রদ কেরালা
অষ্টমুদি হ্রদ লবণাক্ত জলের হ্রদ কেরালা
কোলেরু হ্রদ স্বাদু জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ
উলার হ্রদ স্বাদু জলের হ্রদ জম্মু ও কাশ্মীর
লোকটাক হ্রদ স্বাদু জলের হ্রদ মণিপুর
পুস্কর হ্রদ কৃত্রিম হ্রদ রাজস্থান
সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ রাজস্থানের জয়পুর
সুখনা হ্রদ কৃত্রিম হ্রদ চণ্ডীগড়
রেণুকা হ্রদ স্বাদু জলের হ্রদ হিমাচল প্রদেশ
সুরাজতাল হ্রদ স্বাদু জলের হ্রদ হিমাচল প্রদেশ
ডাল হ্রদ স্বাদু জলের হ্রদ শ্রীনগর
প্যাংগং হ্রদ লবণাক্ত জলের হ্রদ লাদাখ
ভোজ হ্রদ স্বাদু জলের হ্রদ মধ্যপ্রদেশ
তাওয়া জলাধার হ্রদ কৃত্রিম হ্রদ মধ্যপ্রদেশ
হিমায়ত সাগর হ্রদ কৃত্রিম হ্রদ হায়দ্রাবাদ
ওসমান সাগর হ্রদ কৃত্রিম হ্রদ হায়দ্রাবাদ
ভীমতাল হ্রদ স্বাদু জলের হ্রদ উত্তরাখণ্ড
সাততাল হ্রদ স্বাদু জলের হ্রদ উত্তরাখণ্ড
রূপকুণ্ড হ্রদ স্বাদু জলের হ্রদ উত্তরাখণ্ড
কালিভেলি হ্রদ লবণাক্ত জলের হ্রদ তামিলনাড়ু
পুলিকট হ্রদ লবণাক্ত জলের হ্রদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ?
উত্তরঃ ওড়িশার চিল্কা হ্রদ।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীরের উলার হ্রদ।

প্রশ্নঃ ভারতের বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?
উত্তরঃ রাজস্থানের সম্বর হ্রদ।

প্রশ্নঃ ভারতের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?
উত্তরঃ লাদাখের প্যাংগং হ্রদ।

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Lakes of India
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

1 comment:

  1. Ekti Nodir aanttakahini ba ekti gacher aanttakotha jodi share koren khub valo hoi

    ReplyDelete