জিকে প্রশ্নোত্তর | GK Album Part-159
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-159 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-159
■ অমুক্তমাল্যড -এর রচয়িতা কে ?
উত্তরঃ কৃষ্ণদেব রায়।
■ কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত ?
উত্তরঃ পিরপাঞ্জাল ও জাস্কর।
■ নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব কে দেন ?
উত্তরঃ মেধা পাটকর।
■ শের-ই-বাংলা কাকে বলা হয় ?
উত্তরঃ ফজলুল হক।
■ তিতুমিরের প্রকৃত নাম কি ছিল ?
উত্তরঃ সৈয়দ মীর নাসের আলী।
■ কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন ?
উত্তরঃ ইলতুৎমিস।
■ বিক্রমশীলা বিহার কে স্থাপন করেন ?
উত্তরঃ ধর্মপাল।
■ নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ ও আসামকে পৃথক করেছে ?
উত্তরঃ সঙ্কোশ।
■ Letters from Burma নামের প্রবন্ধ সমৃদ্ধ বইটি লিখেছেন ?
উত্তরঃ আঙ সান সু চি।
■ সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?
উত্তরঃ সাঁওতাল বিদ্রোহ।
আগের পর্বঃ
No comments:
Post a Comment