জিকে প্রশ্নোত্তর | GK Album Part-158
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-158 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-158
■ কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ উইলিয়াম জোনস।
■ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা ?
উত্তরঃ রাষ্ট্রপতির দ্বারা।
■ রামচরিত মানস কার লেখা ?
উত্তরঃ তুলসীদাস।
■ নির্বাচন কমিশন গঠন করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
■ মনসব কথাটির অর্থ কি ?
উত্তরঃ পদ বা পদমর্যাদা।
■ কোন বছরে প্রথম শিল্পনীতির প্রকল্প গ্রহণ করা হয় ?
উত্তরঃ ১৯৪৮ সালে।
■ পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ জিন্দাগাদা।
■ নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল ?
উত্তরঃ ব্যাঘ্র।
■ ভারতের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ তামিলনাড়ু।
■ ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক।
আগের পর্বঃ
No comments:
Post a Comment