জিকে প্রশ্নোত্তর | GK Album Part-157
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-157 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-157
■ সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা কত ?
উত্তরঃ ৬৫ বছর।
■ রাজ্যের আইনসভার উচ্চ কক্ষটির নাম কি ?
উত্তরঃ বিধান পরিষদ।
■ বর্তমানে গ্রাম পঞ্চায়েতে কার্যকালের মেয়াদ কত ?
উত্তরঃ ৫ বছর।
■ রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে ?
উত্তরঃ হাইকোর্টের প্রধান বিচারপতি।
■ ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৬শে নভেম্বর।
■ সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
■ পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন কবে বলবৎ হয় ?
উত্তরঃ ১৯৫৫ সালে।
■ তিস্তা নদীর পশ্চিমাংশ কি নামে পরিচিত ?
উত্তরঃ তরাই।
■ রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ দার্জিলিং।
■ কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ জলঙ্গী।
আগের পর্বঃ
No comments:
Post a Comment