Breaking



Monday 23 August 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-156

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-156

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-156
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-156
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-156

 বুকার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তরঃ সাহিত্য। 

 ঝরিয়া কয়লা খনি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ধানবাদ। 

 ভারতের কোন রাজ্যে সর্বাধিক সিংহ দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ গুজরাট। 

 ব্যাঘ্র প্রকল্প ভারতে কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯৭৩ সালে। 

 সৌরকোষ নির্মাণে কোন মৌলটি ব্যবহৃত হয় ?
উত্তরঃ সিলিকন। 

 ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ? 
উত্তরঃ দার্জিলিং-এর সিদ্রাপং। 

 অমরকণ্টক পাহাড় কোন নদীর উৎস ?
উত্তরঃ নর্মদা। 

 DNA-এর গঠনগত একক কি ?
উত্তরঃ নিউক্লিওটাইড। 

 ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়েছিল ?
উত্তরঃ ঘুসুড়ি। 

 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে।

আগের পর্বঃ

No comments:

Post a Comment