Breaking



Saturday 21 August 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-155

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-155

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-155
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-155
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-155

 পোড়া চুনের রাসায়নিক নাম কি ?
উত্তরঃ ক্যালসিয়াম অক্সাইড। 

 কুইক লাইম এর সংকেত কি ?
উত্তরঃ Ca(OH)2। 

 যামিনী রায় কিসের জন্য বিখ্যাত ?
উত্তরঃ অঙ্কন। 

 হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত ?
উত্তরঃ ২। 

 উডের ডেসপ্যাচ ঘোষিত হয় কত সালে ?
উত্তরঃ ১৮৫৪ সালে। 

 আমীর খসরু কার সভাকবি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি। 

 অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ শচীন্দ্রপ্রসাদ বসু। 

 ফার্সি ভাষায় কে রামায়ণ অনুবাদ করেন ?
উত্তরঃ বাদাউনি। 

 কুনিক উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অজাতশত্রু। 

 চন্দ্রগুপ্তের মাতার নাম কী ?
উত্তরঃ মুরা।

আগের পর্বঃ

No comments:

Post a Comment