জিকে প্রশ্নোত্তর | GK Album Part-154
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-154 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-154
■ কোন দেশকে আফ্রিকান ইউনিয়নের জন্মভূমি বলা হয় ?
উত্তরঃ ইথিওপিয়া।
■ বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?
উত্তরঃ ২৫টি।
■ ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি।
■ বালুকাময় মরুমৃত্তিকা কি নামে পরিচিত ?
উত্তরঃ সিরোজেম।
■ বৈদিক যুগে ব্যবহৃত "কুশিদা" শব্দের অর্থ কি ?
উত্তরঃ ঋণ।
■ মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
উত্তরঃ বোলান নদী।
■ গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে।
■ সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তরঃ হায়দ্রাবাদ।
■ বরোদা শহরের নতুন নাম কী ?
উত্তরঃ ভাদোদরা।
■ কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ বারাণসী।
আগের পর্বঃ
No comments:
Post a Comment