জিকে প্রশ্নোত্তর | GK Album Part-153
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-153 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-153
■ কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপনকর্তা ছিলেন ?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস।
■ G.M.T. ও I.S.T. -র মধ্যে পার্থক্য হল -
উত্তরঃ ৫ ঘণ্টা ৩০ মিনিট।
■ বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তরঃ ওয়ারেন হেস্টিংস ।
■ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮২৮ খ্রিস্টাব্দে।
■ আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
■ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে ?
উত্তরঃ ১৭৯৩ সালে।
■ কাকে কোষের মস্তিষ্ক বলে ?
উত্তরঃ নিউক্লিয়াস।
■ ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হল -
উত্তরঃ কালো।
■ নীলদর্পণ নাটকটির রচয়িতা কে ?
উত্তরঃ দীনবন্ধু মিত্র।
■ চিন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কি বলে ?
উত্তরঃ টাইফুন।
আগের পর্বঃ
No comments:
Post a Comment