Breaking



Wednesday 11 August 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-150

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-150

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-150
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-150
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-150

 মাউন্ট সেন্ট হেলেন্স কোথায় অবস্থিত ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র। 

 ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয় ?
উত্তরঃ স্ট্রম্বলি আগ্নেয়গিরি। 

 হিরোশিমা দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ৬ই আগস্ট। 

 কোন বছরে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয় ?
উত্তরঃ ১৯৬৩ সালে। 

 পৃথিবীর সবচেয়ে উচ্চতম সড়ক তৈরি হল কোথায় ?
উত্তরঃ লাদাখ। 

 তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল ?
উত্তরঃ ১৫৬৫ সালে। 

 কল্লোল নাটকের রচয়িতা কে ?
উত্তরঃ উৎপল দত্ত। 

 ক্রিস্টি কোথায় দেখা যায় ?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়াতে। 

 কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত ?
উত্তরঃ মুন্ডা বিদ্রোহ। 

 বল্লভপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ বীরভূম।

আগের পর্বঃ

No comments:

Post a Comment