জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-149
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-149 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-149
■ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
উত্তরঃ তারাপুর।
■ বালুরঘাট কোন জেলার সদর শহর ?
উত্তরঃ দক্ষিণ দিনাজপুর।
■ তৈমুর কার আমলে ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ নাসিরউদ্দিন মহম্মদ।
■ অলবিরুনি কার সাথে ভারতে এসেছিলেন ?
উত্তরঃ গজনীর মহম্মদ।
■ সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তরঃ আলম শাহ।
■ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ?
উত্তরঃ কোয়েম্বাটুর।
■ রাজস্থানের কোন জেলা জিপসামের জন্য বিখ্যাত ?
উত্তরঃ বিকানীর।
■ ইরানের রাজধানীর নাম কি ?
উত্তরঃ তেহরান।
■ কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয় ?
উত্তরঃ ইয়াং সি কিয়াং।
■ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত ?
উত্তরঃ পাম্বাম।
আগের পর্বঃ
No comments:
Post a Comment