Breaking



Saturday 7 August 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-148

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-148

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-148
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-148
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-148

 প্রোটন কে আবিষ্কার করেন ? 
উত্তরঃ রাদারফোর্ড। 

 গ্যালেনা কোন ধাতুর আকরিক ?
উত্তরঃ সীসা। 

 সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে ?
উত্তরঃ নাইট্রোজেন। 

 উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি ?
উত্তরঃ তিস্তা। 

 বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে মার্চ। 

 পডজল মৃত্তিকার রাসায়নিক বৈশিষ্ট্য হল -
উত্তরঃ অম্লধর্মী। 

 প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৭৫ সালে। 

 প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা কত ?
উত্তরঃ ৪,২৮০ মিটার। 

 ফরাসি ওপেন কত সালে শুরু হয় ?
উত্তরঃ ১৮৯১ সালে। 

 ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ গুজরাট।

আগের পর্বঃ

No comments:

Post a Comment