জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-147
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-147 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-147
■ ভারতের ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রবর্তক কে ?
উত্তরঃ তিতুমীর।
■ বৌদ্ধস্তূপ বরবুদুর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জাভা, ইন্দোনেশিয়া।
■ বৃহত্তর ভারত নামে পরিচিত -
উত্তরঃ দক্ষিণ-পূর্ব এশিয়া।
■ লিচ্ছবি দৌহিত্র কার নাম ?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।
■ বিক্রম ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ তবলা।
■ বরমুলা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
■ কৃষ্ণরাজ সাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
■ লন টেনিস খেলার মাঠকে কি বলে ?
উত্তরঃ কোর্ট।
■ তালাকটোরা স্পোর্টস স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ দিল্লী।
■ ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ পোলো।
আগের পর্বঃ
No comments:
Post a Comment