Breaking







Tuesday, 3 August 2021

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-146

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-146

জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-146
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-146
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-146

 থিয়েন বাঁধ কোন রাজ্যে দেখা যায় ?
উত্তরঃ পাঞ্জাব। 

 জোঁকের চলন প্রক্রিয়াকে কি বলা হয় ?
উত্তরঃ লুপিং। 

 দৈনিক টেলিগ্রাফ কবে প্রথম প্রকাশিত হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৫ সালে। 

 মগধের প্রাচীনতম রাজধানী কি ছিল ?
উত্তরঃ রাজগির। 

 মাদার অব অল গেম কোন খেলাকে বলা হয় ?
উত্তরঃ জিমনাস্টিক। 

 জুভেনিস কার ছদ্মনাম ?
উত্তরঃ ডিরোজিও। 

 পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ জিন্দাগারা। 

 জয়লক্ষ্মী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ টেবিল টেনিস। 

 দিল্লীতে সুলতানি শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১২০৬ সালে। 

 PVC এর সম্পূর্ণ নাম কি ?
উত্তরঃ পলি ভিনাইল ক্লোরাইড।

আগের পর্বঃ

No comments:

Post a Comment