জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-145
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-145 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-145
■ এক্সরে কে আবিষ্কার করেন ?
উত্তরঃ উইলহেম রন্টজেন।
■ তিন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ?
উত্তরঃ ১৮৭২ সালে।
■ কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ মুম্বাই।
■ রক্ততঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন ?
উত্তরঃ ভিটামিন K।
■ জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্রে ?
উত্তরঃ প্রথম সূত্রে।
■ কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ বাণভট্ট।
■ কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল ?
উত্তরঃ মুম্বাই।
■ রংপুর বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?
উত্তরঃ নরুলউদ্দিন।
■ পাইক বিদ্রোহ কবে শুরু হয় ?
উত্তরঃ ১৮১৭ সালে।
■ হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা যায় ?
উত্তরঃ দুটি।
আগের পর্বঃ
No comments:
Post a Comment