জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-139
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-139 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-139
■ ভারতে কয় প্রকার গেজের রেলপথ দেখা যায় ?
উত্তরঃ চার প্রকার।
■ ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি হয় ?
উত্তরঃ পাঞ্জাব।
■ নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি হরমোন গঠনের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ ভিটামিন D।
■ কোনটি অধিক সুষম খাদ্য ?
উত্তরঃ দুধ।
■ বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোনস্ফিয়ারও বলা হয় ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার।
■ কে জহরব্রত পালন করেছিলেন ?
উত্তরঃ রাণী পদ্মিনী।
■ মধ্যযুগে বাংলা ভাষায় রচিত প্রথম প্রামাণিক সাহিত্যিক নিদর্শন কোনটি ?
উত্তরঃ শ্রীকৃষ্ণকীর্তন।
■ ফরাসি ওপেন ২০২০ পুরুষ সিঙ্গেলস খেতাব কে পেলেন ?
উত্তরঃ রাফায়েল নাদাল।
■ ক্যাবিনেট মিশন বা মন্ত্রীমিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল ?
উত্তরঃ ১৯৪৬ সালে।
■ আকবরের সাম্রাজ্য কতগুলো সুবাতে বিভক্ত ছিল ?
উত্তরঃ ১৮টি।
আগের পর্বঃ
No comments:
Post a Comment