জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-138
![]() |
জিকে প্রশ্ন ও উত্তর | GK Album Part-138 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-138
■ দিল্লীর কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক।
■ প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি ?
উত্তরঃ স্নায়ুকোষ।
■ ভারতে খনিজ তেল উৎপাদন বেশি হয় কোথায় ?
উত্তরঃ গুজরাট।
■ দুটি বিন্দুর মধ্যে নির্দিষ্ট দিকে সরলরৈখিক দূরত্বকে কি বলে ?
উত্তরঃ সরণ।
■ বীরবল কার ছদ্মনাম ?
উত্তরঃ প্রমথ চৌধুরী।
■ ভারতে গান্ধার শিল্প কোন শাসনকালে বিকাশ ঘটেছিল ?
উত্তরঃ কুষাণ।
■ অর্থশাস্ত্র গ্রন্থটি কার রচনা ?
উত্তরঃ কৌটিল্য।
■ কোন বস্তু যে শক্তি গ্রহণ করে গরম হয় অথবা বর্জন করে ঠাণ্ডা হয় তাকে কি বলে ?
উত্তরঃ তাপ।
■ নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন ?
উত্তরঃ রাষ্ট্রপতির দ্বারা।
■ ইন্দিরা ঠাকুরণ চরিত্রটি কোথায় পাওয়া যায় ?
উত্তরঃ পথের পাঁচালী।
আগের পর্বঃ
No comments:
Post a Comment