Breaking







Saturday, 10 July 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-135

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-135

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-135
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Album Part-135
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-135

 গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উত্তরঃ আরাবল্লী।

 পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ?
উত্তরঃ ভারত ও শ্রীলংকা। 

 ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
উত্তরঃ মালদ্বীপ। 

 কর্ণাটকের পূর্বের নাম কি ছিল ?
উত্তরঃ মহীশূর। 

 পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ?
উত্তরঃ আরাবল্লী। 

 শতদ্রু কোন নদীর উপনদী ?
উত্তরঃ সিন্দু নদের উপনদী। 

 আফগানিস্থানের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ হেলমন্দ। 

 সিকিম কোন বছরে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় ?
উত্তরঃ ১৯৭৫ সালে। 

 শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ ঝিলাম। 

 জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয় ?
উত্তরঃ ক্যাগ (CAG/Comptroller and Auditor General)। 

আগের পর্বঃ

No comments:

Post a Comment